Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৮৪টি পর্ন সাইটে সোদপুরের মডেলের ‘বোল্ড’ ফটোশুট! লক্ষাধিক টাকা আয় অভিযুক্তের

পর্ন তৈরী এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া কে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারী ঘিরে উত্তাল দেশ। এর মধ্যেই সামনে আসছে আরো নানা জায়গায় সক্রিয় একাধিক পর্ন চক্রের তথ্য। কলকাতাতেও পড়েছে সেই পর্ন কাণ্ডের ছায়া। পর্ন অ্যাপের জন্য ভয় দেখিয়ে ছবি তোলার অভিযোগ নিয়ে সামনে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি শাড়ী পরে মডেলিংয়ের টোপ দিয়ে বোল্ড ফটোশুট করানোর অভিযোগ জানিয়েছেন সোদপুরের বাসিন্দা এক মডেল। তরুণী অভিযোগ জানিয়েছেন তার বোল্ড ছবি তুলে পর্ন সাইটে (Porn Site) দিনের পর দিন আপলোড করা হতো। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। ঠিক কি অভিযোগ করেছেন ওই তরুণী জেনে নিন।

তরুণী জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (Social Media) ক্যামেরাম্যান প্রতাপ ঘোষ এবং মেকআপের আর্টিস্ট জয়শ্রী মিত্রের সঙ্গে আলাপ হয় তাঁর। তাঁরা তাঁকে জিজ্ঞেস করে যে একটি ম্যাগাজিনের জন্যে ফটোশ্যুট করতে আগ্রহী কিনা। এরপর গত ২০ মার্চ বিধাননগরের সেন্ট্রাল পার্কে তাকে দিয়ে ফটোশুট করানো হয়। সোদপুরের মডেল ওই তরুণী জানান তাঁকে বলা হয়েছিল শাড়ি পরে তার ছবি তোলা হবে। তাই তিনি রাজি হয়ে যান। কিন্তু ফটোশুটের সময় সেই বক্তব্য পালটে যায় বলে অভিযোগ এবং তা আদতে বেশ বোল্ড ফটোশুট হয়ে যায়। এরপর গেস্ট হাউসে একটি ফটোশুট হয়। সেই ফটোশুট চলাকালীন তাঁকে নেশার দ্রব্য মেশানো ঠান্ডা পানীয় পান করানো হয় বলে জানান তিনি। এরপর মে মাস নাগাদ সোদপুরের ওই মডেল তরুণী জানতে পারেন তাঁর ‘বোল্ড’ ছবি একাধিক পর্ন সাইটে আপলোড করা হয়েছে। তার পরিচিতরাই এই কথা জানান তাঁকে। তা জানতে পেরেই ফটোগ্রাফার প্রতাপ ঘোষ এবং মেকআপের আর্টিস্ট জয়শ্রী মিত্রের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। সেই সময় ওই দু’জন তাঁকে উল্টে ব্ল্যাকমেল করতে থাকে। প্রায় ৩ লক্ষ টাকা দাবি করা হয় তার কাছ থেকে। তারপরই সোদপুর -এর ওই মহিলা বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জন্য। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে অভিযুক্তরা অন্তত ৮৪টি পর্ন সাইটে সোদপুরের মডেলের ওই ‘বোল্ড’ ছবি আপলোড করে লক্ষ টাকা উপার্জনও করেছে। অভিযুক্তদের কাছ থেকে মিলেছে একাধিক মোবাইল ফোন, হার্ডডিস্ক। মোবাইল ফোনে ছিল প্রচুর সংখ্যক পর্নও। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের জেরা করা হচ্ছে।

Related posts

করোনা মহামারীর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাঙ্কিপক্স’! ব্রিটেনে ধরা পড়লো সংক্রমন

News Desk

রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন! বিস্ফোরণ হলে ফল হবে ভয়াবহ

News Desk

২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ৪,৫২৯ জনের, দৈনিক মৃত্যুতে আবারও রেকর্ড ভারতে

News Desk