Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আসল আধার কার্ডের জায়গায় এখন থেকে মোবাইলে রাখুন ‘ভার্চুয়াল আধার কার্ড’! জেনে নিন কিভাবে বার করবেন

এবার থেকে আর আধার কার্ড পকেটে নিয়ে ঘুরে বেড়ানোর ঝুঁকি নিতে হবে না। এবার ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) ‘ভার্চুয়াল আধার কার্ড’-এর ব্যবস্থা করল। এই পরিচয় পত্র গ্রাহকের মোবাইলেই স্থায়ীভাবে থাকতে পারবে।

দেশের বর্তমান চিত্র বলছে, পরিচয়পত্র বলতেই এখন আধার কার্ডের নাম আসে সবার আগে। ইউনিক বা অনন্য পরিচয় বড় থেকে ছোট সবার জন্যই রয়েছে। সম্প্রতি সেই তালিকায় ‘বাল আধার কার্ড’ যোগ হয়েছে। UIDAI পাঁচ বছরের কমবয়সি শিশুদের জন্য এই কার্ডের ব্যবস্থা করেছে। আধার কর্তৃপক্ষ নতুন করে সদ্যোজাতের আধার কার্ডের ব্যবস্থা করেছে। কিছু হাসপাতালে রয়েছে সদ্যোজাতের পরিচয় পত্র রেজিস্ট্রেশেনের সুবিধা, স্থানীয় আধার এনরোলমেন্ট সেন্টার ছাড়াও।.

তবে আধার কার্ড থাকলেও তৈরি হয়েছে সমস্যা তা সঙ্গে রাখা নিয়ে । নিত্যদিন আধার কার্ড সঙ্গে রাখার বিস্তর ঝুঁকিও রয়েছে। আসল কার্ড হারিয়ে গেলে সমস্যার মুখে পড়তে হবে। আধার অথরিটি গ্রাহকের এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। এই ভার্চুয়াল আধার আইডি ১৬ সংখ্যার নম্বর দিয়ে তৈরি হয়েছে। ভার্চুয়াল আধার কার্ড UIDAI-এর ওয়েবাসাইট থেকে তৈরি করা যায়। জেনে নিন, এই কার্ড কীভাবে তৈরি করবেন আপনি?

১. প্রথমে  https://www.uidai.gov.in-এ যান আধারের অফিশিয়াল ওয়েবসাইট।
২. এবার ভার্চুয়াল আইডিতে ক্লিক করুন আধার পরিষেবায় লগ ইন করে
৩. একটা নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। সেখানে ১৬ সংখ্যার আধার নম্বর জমা দিন।
৪. এবার সিকিউরিটি কোড তৈরি করুন ওটিপির জন্য।
৫. ওটিপি দেখতে পাবেন নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে।
৬. এবার ভিআইডি অপশনে ক্লিক করুন ওটিপি জমা দিয়ে।
৭. ভার্চুয়াল আইডির জন্য এবার একটা বার্তা চলে আসবে আপনার কাছে।

Related posts

সাধের পোষা কুকুরের নাম রাখলেন শাশুড়ির নামে, এরপরে কি হলো? জানলে অবাক হবেন

News Desk

পার্টিতে ৩ স্কুলছাত্রীর সঙ্গে চূড়ান্ত নোংরামি, ধরা পড়ায় অভিযুক্ত ডিজের সাফাই ‘সেক্সি ছিল’

News Desk

উল্টোপাল্টা সময়ে উল্টো পাল্টা খাবার! ইটিং ডিসঅর্ডারে ভুগছে না তো আপনার শিশু?

News Desk