Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সংক্রমনের ধার সামান্য কমতেই বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন ২৮% লোক। তৃতীয় ঢেউ অনিবার্য?

এখনও অব্যাহত করোনার দাপট। প্রায় চল্লিশ হাজারের কোঠায় রয়েছে দৈনিক সংক্রমণ গত কয়েকদিন ধরে । মৃতের সংখ্যাও স্বস্তি দিচ্ছে না। কিন্তু পুজোর সময় বেড়াতে যাওয়ার হুজুগ বাড়ছে লোকের মধ্যে যেই লকডাউন নিয়মে একটু ছাড় পেয়েছে। প্রায় ২৮% দেশবাসী টুর পরিকল্পনা করে ফেলেছেন। ফের চিন্তা বাড়ছে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন অগাস্ট সেপ্টেম্বর মাসেই দেশে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ এর ফলে। 

দেশের যেখানে কোভিডের বাড়বাড়ন্ত রয়েছে সেখানে সমীক্ষা করা হয়, এমন ৩১১টি জেলা আছে। এই স্টাডি হয় ১৮ হাজার জনের মধ্যে। সেখান থেকে ২৮ শতাংশ পরিকল্পনা করেছেন আগামী দু-তিন মাসের মধ্যে ঘুরতে যাওয়ার, যা প্রাপ্ত রিপোর্টে দেখা গিয়েছে। এদের মধ্যে বুকিংও করে ফেলেছেন ৫ শতাংশ। অনেকেই এর আগে ঘুরতে যাওয়ার বুকিং করেও যেতে পারেননি করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে। পরিকল্পনা বাতিল করতে হয়। আবার তারা বুকিং শুরু করেছেন ঘুরতে যাওয়ার।

daily covid graf in india

কিন্তু কেন এমন সিদ্ধান্ত যেখানে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এতটা বেশী? দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে ভ্রমণ বাতিলে টাকা ফেরত দেয়নি ট্র্যাভেল এজেন্ট বা বিমান সংস্থা। কেউ আবার আংশিক টাকা ফেরত দিয়েছে, আবার যাত্রীদের অন্য অনেক সংস্থা টিকিট রিশিডিউল করতে আবেদন করছেন। এমনটা হোটেল কিংবা গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও হয়েছে। 

সমীক্ষায় বলা হয়, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্চ ও এপ্রিল মাসে কুম্ভ মেলার সময় পর্যবেক্ষণ করা হয়েছিল ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে। যখন মেলা থেকে তাদের নিজ শহরে ফিরে আসেন লোকেরা, অনেকেই সংক্রমণ নিয়ে ফিরে এসেছিলেন।” তাই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছেও জমা দেওয়া হবে বলে জানান হয় এই সমীক্ষার ফলাফলগুলি। যাতে ঠিকঠাক মানা হয় কোভিড বিধি। আর কোনো বেলাগাম পরিস্থিতি ফের আরেকবার না তৈরী হয় ভারত এর বুকে দ্বিতীয় ঢেউয়ের মত।

Related posts

খারাপ আবহাওয়ার জের , অবতরণের সময় এয়ার টার্বুলান্স এ বিমান, আহত ৮

News Desk

IPL খেলোয়াড় সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ! FIR দায়ের করলো পুলিশ

News Desk

করোনার মধ্যেই মথুরায় আতঙ্ক ছড়াচ্ছে অজানা জ্বর, এক সপ্তাহে মৃত ৫ শিশু-সহ ছয়

News Desk