Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভেঙে চুরমার হয়ে যাওয়া মোবাইল জুড়ে যাবে আপনা আপনিই! বাংলার বিজ্ঞানীদের আবিষ্কারে হতবাক বিশ্ব

ফোন কিনে আমরা সবাই বেশ ভয়ে ভয়েই থাকি। হঠাৎ করেই যদি হাত থেকে কোনো কারণে পরে যায় ফোন। মাটিতে পড়ে যায় ভেঙ্গে। ডিসপ্লে ভেঙে হয়ে যায় খারাপ অবস্থা। তাই ফোনকে প্রোটেক্ট করতে ফোন গার্ড থেকে স্ক্রীন গার্ড কত কিছুই লাগাই। কিন্তু অনেক সময় তাতেও বাঁচানো যায় না ফোনকে। আর ফোন একবার ভাঙলে সেই ঘিরে করতে হয় কত দৌড়াদৌড়ি আবার ফোন সারাতে। কিন্তু যদি এমন হয় , আপনার হাত থেকে ফোন পরে গিয়ে ভেঙ্গে গেলেও জুড়ে যাবে আপনাআপ। পরে খুব অবাক হলেও এমনই অসম্ভবকে সম্ভব করেছেন IISER এবং আইআইটি খড়গপুরের একদল কৃতি বাঙালি বিজ্ঞানী। 

আইআইটি খড়্গপুর এবং আইআইএসইআর-এর কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছেন এমনই এক অটোমেটিক হিলিং (Automatic Healing) উপাদান যা নিজে থেকেই জুড়ে যেতে সক্ষম। এটি আসলে এক প্রকারের ক্রিস্টাল। আর এই ক্রিস্টালের নিজস্ব একটি ধর্ম রয়েছে যা চিড় ধরলে নিজে থেকেই মেরামতির প্রক্রিয়া শুরু করতে সক্ষম। আর এই ধর্মটিকেই কাজে লাগিয়েছেন বিজ্ঞানীরা। আর তাদের এই আবিষ্কারকে স্বীকৃতি প্রদান করেছে আমেরিকার বিখ্যাত “সায়েন্স” জার্নাল।

এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন- তিনজন প্রধান বিজ্ঞানী ও সেই বিজ্ঞানীদের ৩ জন গবেষক-বিজ্ঞানী ছাত্র। IISER কলকাতার আর সি. মাল্লা রেড্ডি, নির্মাল্য ঘোষ এবং আইআইটি খড়্গপুরের ভানু ভূষণ খাটুয়া। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই নিজে থেকে মেরামতিতে সক্ষম এই উপাদানটির ব্যাবহার রয়েছে এয়ারোস্পেস, ইঞ্জিনিয়ারিং এবং অটোমেশনে ফিল্ডে। রোবটিক্স এবং মহাকাশযানের ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে।

তবে এই ক্রিস্টাল কে এবার একটু উন্নত করা হয়েছে। যার কারণে তা আগের থেকে প্রায় ১০ গুণ শক্ত। গবেষণায় দেখা গিয়েছে শক্তি প্রয়োগ করে কোনও ক্রিস্টালকে ভাঙা বা চিড় ধরানো হলে তা আবার স্ব ক্ষমতায় যাচ্ছে। ক্রিস্টালটি যান্ত্রিক শক্তিকে (Mechanical Power) তড়িৎ শক্তিতেও (Electrical Power) রূপান্তর করতে পারে। বিজ্ঞানের ভাষায় একে Piezoelectricity বলে। উন্নত এই ক্রিস্টাল কাজের ক্ষেত্রে একদম ‘আধুনিক’।  মোবাইল ফোন, এল ই ডি স্ক্রিন এর টিভি থেকে শুরু করে নানা ধরনের ইলেকট্রনিকস সরঞ্জামে চিড় বা ফাটল হলে ক্রিস্টাল এই পদার্থটি ফাটল বা ক্ষত মেরামত করে দেবে, এমনটাই দাবি করেছেন এই আবিষ্কারক বিজ্ঞানীদের দল। এই আবিষ্কারেই এখন হতবাক গোটা বিশ্ব। 

Related posts

বিছানায় আলিয়া ভট্টর এই অভ্যাসে বিরক্ত রণবীর! জানালেন নিজ মুখেই

News Desk

কিম জং উন -এর দেশ উত্তর কোরিয়ার ১০ টি বিদঘুটে আইন যা আপনাকে অবাক করবে!

News Desk

চাকরির ইন্টারভিউতে বয়স জানতে চেয়েছিল প্রশ্নকর্তা! জবাবে মহিলা যা করলেন শুনলে চোখ কপালে উঠবে

News Desk