একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপরে যার কারণে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সুত্রে খবর আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর তৈরি হবে একটি নিম্নচাপ। পরের সপ্তাহে বাংলাদেশ নিকটবর্তী বঙ্গোপসাগরের উপর তৈরি হবে আরও একটি নিম্নচাপ। প্রথম নিম্নচাপটির প্রভাবে মধ্যভারত এবং নিকটবর্তী পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে আবার এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব এর কারণে বাংলার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ যা আগামী শুক্রবার অব্দি চলবে। তবে জোড়া নিন্মচাপে আগামী সপ্তাহে আবারও বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরী এই নিম্নচাপের জেরে আগামী ২৬শে জুলাই নাগাদ দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় চলবে লাগাতার বৃষ্টি। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আজ শুক্রবারও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আজ শুক্রবারেও দক্ষিণবঙ্গে থাকবে দিনভর মেঘলা আকাশ, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প অতিরিক্ত উপস্থিত থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও ও গরমও বজায় থাকবে।
এই জোড়া নিন্মচাপের প্রভাবে আগামী ২৩শে জুলাই এর মধ্যে প্রশাসন সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে। আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে, মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে রাজ্য প্রশাসন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, জোড়া নিম্নচাপের প্রভাবে শ্রাবণ মাসের প্রথম বৃষ্টিতে বেশ ভালোভাবেই ভিজতে চলেছে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য বেশকিছু জেলা।