করোনার অতিমারীর মারাত্মক পরিস্থিতিতে নানা ধরনের আর্থিক এবং অনলাইনে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। কোটি কোটি গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাই একটি সাবধানবাণী জারি করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। ভারতীয়দের কাছে নির্ভরযোগ্যতার ওপর নাম ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এবারে একটি জরুরি খবর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য৷ আপনার এই ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে এবং এই নম্বরটি নিজের ফোনে সেভ করে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুহূর্তেই খালি হয়ে যেতে পারে৷ এই নম্বরের বিষয়ে স্টেট ব্যাঙ্কের তরফে হাই অ্যালার্ট (High Alert From SBI) জারি করে গ্রাহকদের জানানো হয়েছে ৷ এসবিআই (SBI) -র ওয়েবসাইট অনুযায়ী, অনলাইন ফ্রডের মামলা দেশজুড়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে৷ ফলে অত্যন্ত জরুরি গ্রাহকদের সচেতন থাকা৷ সারা জীবনের জমানো পুঁঞ্জি সামান্য একটি ভুলের জন্য খোয়াতে পারেন৷ এছাড়া ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোবাইলে অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য সেভ করে রাখা উচিৎ নয়৷
ওটিপি, পিন নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি বা এটিএমের ডিটেল সেভ করে রাখলে শীঘ্রই সেগুলি ডিলিট করে দিন, না হলে সমস্ত টাকা খোয়াতে পারেন৷ গ্রাহকদের সাবধান করা হয়েছে ব্যাঙ্কের তরফে এবং বলা হয়েছে ভুলেও যেন ফোনে সেভ না করে রাখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাঙ্কিংয়ের ডিটেল ৷
অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, এটিএম কার্ডের নম্বর বা ছবি তুলে রাখাও উচিত নয়, কারণ সহজেই আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত ডিটেল লিক হয়ে যেতে পারে এখান থেকে ৷ পাশাপাশি কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে নিজের এটিএম কার্ড ৷
স্টেট ব্যাঙ্কের তরফে একাধিক বার গ্রাহকদের সাবধান করে ব্যাঙ্কিং লেনদেনের জন্য ব্যবহার করতে মানা করা হয়েছে পাবলিক ইন্টারনেট পরিষেবা ৷ কারণ আপনার পার্সোনাল তথ্য এখান থেকে সহজেই লিক হতে পারে ৷ এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এসএমএস করে ইউজার আইডি, পিন, পাসওয়ার্ড, সিভিভি , ওটিপি, ব্যাঙ্কের তরফে কখনও এইসব চাওয়া হয় না ৷