Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমছে। জেনে নিন সহজে। নিজে নিজেই পিএফ ব্যালান্স চেক করার উপায়

মাস গেলেই আপনার মাইনের একটা অংশ কেটে নেওয়া হচ্ছে। তাতে টাকার কিছুটা কমতি হলেও এই টাকা আপনার জমছে প্রভিডেন্ট ফান্ডে। প্রভিডেন্ট ফান্ডে Provident Fund (PF) আসলে একটি রিটায়ারমেন্ট ফান্ড, যা বহু মানুষের কাছেই বিনিয়োগের অন্যতম একটি ভরসা। কেনোনা এই প্রভিডেন্ট ফান্ড বা PF এর সুবিধা যেমন মানুষকে নিশ্চিত দিতে পারে একটা স্থায়ী রিটার্ন তেমনই আবার সামাজিক দিক থেকে কোনও কর্মচারীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখে। আপনি যেখানে কাজ করেন সেই সংস্থা আপনারই বেতনের কিছু অংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছে। কিন্তু হয়ত সব সময় এই খাতে জমা অর্থের হিসেব রাখা হয়ে ওঠে না?

তাই বহু মানুষের মনেই প্রশ্ন, কীভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করা যাবে। এই খাতে কোন মাসে আপনার কত টাকা মোট জমা পড়ছে, তা এখন আপনি নিজেই ভীষণ সহজে চেক করে নিতে পারবেন। একটি এসএমএস (SMS) বা মিসড কলের (Missed Call) মাধ্যমে বা ইপিএফও পোর্টাল থেকে বা উমঙ্গ অ্যাপের মাধ্যমেও আপনি এখন নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করে নিতে পারবেন। জেনে নিন পদ্ধতি

how to check your Provident Fund balance

ইপিএফও-র পোর্টাল (EPFO Portal) ব্যাবহার করে কীভাবে নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখতে পারবেন:

১. আপনার ইউএএন বা UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরই এই পোর্টাল থেকে ব্যালেন্স চেক করতে পারবেন।

২. প্রথমে আপনাকে EPFO-র ওয়েব পোর্টালে (https://www.epfindia.gov.in/site_en/index.php) তে গিয়ে লগ ইন করতে হবে।

৩. পোর্টাল -এ লগ ইন করার পর our service অপশনে ক্লিক করতে হবে। তারপর for employees অপশনে ক্লিক করতে হবে।

৪. এবার Service অপশনের মধ্যে থেকে Member passbook -এ ক্লিক করুন।

৫. এবার আপনার সামনে খুলে যাবে একটি লগ ইন পেজ। এই পেজে আপনাকে আপনার UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর এবং তার পাসওয়ার্ড দিতে হবে।

৬. লগ ইন করলেই আপনি দেখতে পাবেন আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া টাকার পরিমাণ।

কীভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স SMS-র মাধ্যমে চেক করবেন জেনে নিন:

১. ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরটিতে ইপিএফও (EPFO) তে আপনার যে মোবাইল নম্বরটি নথিভুক্ত রয়েছে, সেখান থেকে মেসেজ পাঠাতে হবে।

২. মেসেজটি পাঠাবেন এভাবে- EPFOHO UAN ENG

৩. ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লম এবং বাংলা ভাষায় এই পিএফ ব্যালান্স জানার পরিষেবা পাওয়া যায়। ইংরেজি বাদে অন্য কোনো ভাষায় আপডেট পেতে হলে লেখা মেসেজের শেষে ভাষাটির প্রথম তিনটি অক্ষর ইংরেজিতেই টাইপ করে পাঠাতে হবে। অর্থাৎ যদি বাংলায় পিএফ ব্যালান্স এর আপডেট চান তাহলে “EPFOHO UAN BEN” এই মেসেজটি লিখে পাঠাতে হবে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে।

কীভাবে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স মিসড কলের মাধ্যমে চেক করবেন:

১. আপনার যে মোবাইল নম্বরটি ইপিএফও তে রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ এই নম্বরটি তে মিস কল মারলেই আপনার ফোনে মেসেজের মাধ্যমে আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স সম্পর্কিত মেসেজ পাঠিয়ে দেওয়া হবে।

মনে রাখবেন সব ক্ষেত্রেই আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ থাকতে হবে। এই সহজ পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন নিজের পিএফ ব্যালান্স আর আপনার তথ্যও থাকবে সুরক্ষিত।

Related posts

ভারত থেকে কখনই পুরোপুরি বিদায় নেবে না করোনা ভাইরাস, থাকবে এন্ডেমিক! জানালো আইসিএমএর

News Desk

মহামারীতে সবচেয়ে বেশী প্রয়োজনীয় হাতের সুরক্ষা! জানুন সঠিক হ্যান্ডওয়াশ বাছাই করবেন কী ভাবে?

News Desk

স্বল্পবয়সীরা দিনে ১ ঘণ্টার বেশি গেম খেলতে পারবে না, কঠোর আইন আনল চীনের সরকার

News Desk