পরিবর্তন এসেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ্য ভাতার নিয়মে। ভারত সরকারের বিশেষ উপহার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Comission)। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে পেনশন (Pension) পাওয়ার নিয়ম এর ক্ষেত্রে বড়সড় রদবদল ঘটিয়েছে কেন্দ্র এই বেতন কমিশনের আওতায় পড়া পেনশন উপভোক্তাদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যুর পরেওbনতুন নিয়ম অনুসারে এবার থেকে তার পরিবারের সদস্য এবং অন্যান্যরা সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা পাবেন।
৫০ শতাংশ টাকা পাওয়া যাবে প্রধান পেনশনভোগীর ডিপেন্ডেন্টসেও। নতুন নিয়ম অনুসারে সরকারি কর্মচারীর যদি ডিপেন্ডেন্স কোনো থাকেন, তাহলে তিনি আর্থিক সুযোগ-সুবিধা পাবেন সরকারের তরফ থেকে। নতুন নিয়ম অনুসারে কোনো কর্মচারীর যদি মৃত্যু হয় সাত বছর আগেই সে ক্ষেত্রে ওই কর্মচারীর পরিবারকে ৫০ শতাংশ অর্থ সাহায্য দেওয়া হবে। এর ফলে এতদিন সরকারি কর্মচারীদের মৃত্যুর পর যে শর্ত ছিল টাকা পাওয়ার ক্ষেত্রে তা আর থাকলো না।
এতদিনের প্রচলিত এই নিয়মের কারণে পেনশনের টাকা থেকে বঞ্চিত হয়েছেন বহু সরকারি কর্মচারীদের পরিবার। উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা অনুসারে ২৮ শতাংশ হারে আর্থিক ভাতা পাবেন কর্মচারীরা চলতি অর্থবছর থেকে। এমনকি এই সুযোগ সুবিধাভোগী পেনশন উপভোক্তারাও পাবেন। প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লক্ষ পেনশন উপভোক্তার মহার্ঘ ভাতা দেওয়া ২০২০-২০২১ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।
তবে ২৮ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে নতুন অর্থ বছরের শুরুতে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশন উপভোক্তাকে। এর জন্য ৩৪,৪০১ কোটি টাকা খরচ হবে কেন্দ্রীয় সরকারের অর্থ তহবিল থেকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরো একটি সুখবর রয়েছে। কেন্দ্রীয় সরকার হাউস রেন্ট অ্যালায়েন্স ২৭ শতাংশ করে দিয়েছে।