Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাধ্যমিকে ফেল করলে মিলবে বিনামূল্যে বিরিয়ানি, হোটেলে থাকার সুযোগ!

বিনামূল্যে খাওয়ানো হচ্ছে বিরিয়ানি মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণদের। হোটেলে বিনা পয়সায় থাকতে হচ্ছে। এমন এলাহী অভ্যর্থনা জানানো হচ্ছে ফেল করার পুরষ্কার স্বরূপ! অবাক হচ্ছেন? হ্যা , কেরালায় এমনই ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, মাধ্যমিকে অনুত্তীর্ণদের থাকতে দেওয়ার পরিকল্পনা করেন কোঝিকোড়ের এক ব্যবসায়ী নিজের রিসর্টে। তিনি জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখেছেন যে উত্তীর্ণ পড়ুয়ারা কীভাবে আনন্দে মেতেছে। পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াায়। সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণ প্রার্থীদের কীরকম থাকবে মানসিক অবস্থা , ওই ব্যবসায়ী তা অনুধাবন করেন। তারপরই ওই পড়ুয়াদের বিনামূল্যে থাকার পরিকল্পনা করেন তিনি তামিলনাড়ুর পর্যটনকেন্দ্র কোড়াইকানালে নিজের রিসর্টে। জানান, মূলত ফোন পেয়েছেন আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের।

free biriyani resort staying for those who failed 10th

আরও কয়েকজন ওই ব্যবসায়ীর উদ্যোগ দেখে এগিয়ে আসেন। ওই প্রতিবেদন অনুযায়ী,, কোচির কাছে মুলানথুরুথির একটি দোকানের মালিক বিনামূল্যে বিরিয়ানি দেওয়ার বন্দোবস্ত করেছেন অনুত্তীর্ণ পড়ুয়াদের। অনুত্তীর্ণ পড়ুয়াদের বিনামূল্যে বিরিয়ানি দিচ্ছে আরও কয়েকটি দোকান। মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য বিনামূল্যে থাকার বন্দোবস্তও করা হয়েছে তাদের।

এমনিতে এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করেছে কেরালার ৪.১৯ লাখ পড়ুয়া। ২,২৩৬ জন (০.৫৩ শতাংশ) অনুত্তীর্ণ হয়েছে । একেবারে সহজ মূল্যায়ন প্রক্রিয়া সত্ত্বেও কেন তারা উত্তীর্ণ হতে পারেনি, দাবি তোলা হয়েছে তা বিশ্লেষণ করে দেখার। তবে প্রাথমিকভাবে শিক্ষা মহলের ধারণা, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে আছে ওই পড়ুয়ারা । পড়াশোনার সুযোগ সেভাবে মেলেনি তার জেরে। আবার এমন পড়ুয়াও আছেন অনুত্তীর্ণদের মধ্যে, যারা ঠিকমতো পড়াশোনা বুঝতে পারে না। কেরালার এক স্কুল শিক্ষক জানান, তাঁর স্কুলে যে দু’জন পড়ুয়া পাশ করতে পারেনি, ‘লার্নিং ডিসঅর্ডারে’ ভুগছে তারা।

Related posts

মর্মান্তিক! হাসিমুখেই পৌঁছেছিলেন শ্বশুরবাড়ি, বিয়ের ১০ ঘণ্টা পার হতে না হতেই মৃত্যু বধূর!

News Desk

বিয়ের পরেই আরেক বিবাহিতা মহিলার সাথে পালালো বধূ! দিশেহারা স্বামীর গলায় আক্ষেপ

News Desk

রান্নাঘরের স্টিলের বাসনপত্র থেকে কিছুতেই যাচ্ছে না আঁশটে গন্ধ! দূর করুন সহজ কিছু ঘরোয়া উপায়ে

News Desk