Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সব থেকে বড় শহরের নাম থেকে চাঁদের সব চেয়ে কাছের জায়গা , রইলো অদ্ভুত কিছু স্থানের হদিশ

পৃথিবী জুড়ে কত আশ্চর্য আশ্চর্য জায়গা আছে তার সীমা নেই। নানা শহর, গ্রাম, অঞ্চল ইত্যাদির সাথে জড়িয়ে কতো না কাহিনী। যেমন রয়েছে এমন শহরের নাম যা উচ্চারণ করতে কাল ঘাম ছুটবে , তেমনই রয়েছে এমন শহর যা দুই মহাদেশকেই এক সাথে নিয়ে অবস্থিত। জানেন চাঁদের সব চেয়ে কাছের জায়গা কি? রইলো তেমন কিছু দেশের হদিশ।

আপনাকে নিউজিল্যান্ডের এই জায়গার নাম উচ্চারণ করতে গেলে খুব সাবধান হতে হবে। কারণ আপনার দাঁত ভেঙে গেলেও যেতে পারে। এই জায়গার নামে ৮৫টি অক্ষর রয়েছে। Taumatawhakatangihangakoauauotamateaturipukaka pikimaungahoronukupokaiwhe nua kitanatahu— হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম জায়গার এটাই নাম।

worlds some different places

আবার রয়েছে মাত্র একটি অক্ষর সবচেয়ে ছোট জায়গার নামে। এই জায়গা সুইডেন আর নরওয়ের মাঝখানে রয়েছে। A° যার নাম। এর অর্থ স্ক্যানডিনেভিয়ান ভাষায় নদী।

কানাডাতেই পৃথিবীর প্রাকৃতিক হ্রদের অর্ধেকের বেশি রয়েছে। এখানে ৫৬১টি হ্রদ রয়েছে। যা জুড়ে রয়েছে কানাডার ৯ শতাংশ এলাকা।

নিরক্ষরেখার উপরে থাকায় চাঁদের সবচেয়ে কাছে আছে আন্দিজের শিম্বোরাজো শৃঙ্গ যদিও এভারেস্ট বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ।

ভ্যাটিক্যান সিটি সবথেকে ছোট দেশ। মাত্র ০.৪৪ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পুঁচকে দেশ। যদিও পৃথিবীর বৃহত্তম গির্জাটি কিন্তু এই দেশেই অবস্থিত।

আফ্রিকা এমন একটি মহাদেশ যা চারটি গোলার্ধ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জুড়েই রয়েছে।

চিন এমন একটি দেশ যার সঙ্গে সীমান্ত জুড়ে রয়েছে ১৪টি দেশের।

নাউরু। এটি এমন একটি দেশ প্রশান্ত মহাসাগরের মধ্যে যার কোনও রাজধানী নেই।

মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে দূরত্ব পৃথিবীর শীতলতম বিন্দুতে মাত্র ৩.৮ কিলোমিটার। দু’টো দ্বীপ আছে বিগ ডিয়োমেড আর লিটল ডিয়োমেড নামেরএখানে। বিগ ডিয়োমেড রাশিয়ার মধ্যে, আর অন্যটা মার্কিন যুক্তরাষ্ট্রতে।

ইস্তানবুল এমন একটি শহর যার মধ্যে দু’টো দেশ রয়েছে। একটা অংশ ইউরোপ, অন্য দিকটা এশিয়া একই শহরের।

ছোট্ট এই সাগর উত্তর অতলান্তিক মহাসাগরের মাঝে রয়েছে। তার নাম সারগাসো সাগর। যার উপকূলই নেই কোনও। উত্তর অতলান্তিক কারেন্ট এর উত্তর দিকে রয়েছে, পূর্ব দিকে রয়েছে ক্যানারি কারেন্ট, দক্ষিণে উত্তর অতলান্তিক নিরক্ষীয় কারেন্ট এবং পশ্চিমে রয়েছে গাল্ফ স্ট্রিম।

Related posts

৪ বছর ধরে প্রেম করেও পালাতে রাজি নয় ‘প্রেমিক’ দেওর! আত্মহত্যা রাজমিস্ত্রির স্ত্রী-র

News Desk

২৩ বছর বয়সেই এই মেয়ের হাতে এত চাকরি! এখনও অবধি ২২ জায়গা থেকে ইস্তফা দিয়েছেন!

News Desk

স্কুলে যেতে রাজি করাতে চকোলেট দিয়েছিল বাবা-মা! সেই চকোলেটই যেভাবে প্রাণ কাড়লো শিশুর

News Desk