Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নতুন অ্যাপ নিয়ে এলো Flipkart , এই অ্যাপে মিলবে বাড়ি বসেই ব্যাবসার সুযোগ! কিভাবে জানুন

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভারতে নয়া পদক্ষেপ ফ্লিপকার্টের, Entrepreneurs বা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাড়িয়ে সহায়তা করতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) তাঁদের নয়া অ্যাপ (Flipkart New App) সামনে আনল, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে পারবেন। Shopsy App হল যার নাম। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফ্যাশন, বিউটি, মোবাইল, ঘরোয়া সামগ্রী এবং আরও একাধিক দ্রব্য বিক্রি করতে পারবেন এই এপ্লিকেশন এর সাহায্যে। আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসায়ীকে ২০২৩ সালের মধ্যে এই অ্যাপের সঙ্গে যুক্ত করাই বর্তমানে লক্ষ্য ফ্লিপকার্টের।

এই প্রসঙ্গে প্রকাশ শিকারিয়া , ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, “কোনও বিনিয়োগ ছাড়াই অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন Entrepreneurs-রা।ব্যবসা করা যাবে দেশের যেকোনও স্থান থেকেই । এছাড়া অনলাইনে পণ্য বিক্রির যে অভিজ্ঞতা রয়েছে, তাও তাঁরা কাজে লাগাতে পারবেন। আরও গতিবৃদ্ধি করতে পারবেন এছাড়া Entrepreneurs-রা ফ্লিপকার্টের ক্যাটালগ, সংস্থার ডেলিভারি নেটওয়ার্ক এবং পরিকাঠামো ব্যবহার করে ব্যবসায়। আরও বেশি সুবিধা প্রদান করতে পারবেন গ্রাহকদের। আর তাঁদের ব্যবসাতেও এর ফলে শ্রীবৃদ্ধি ঘটবে।”

ফ্লিপকার্ট জানিয়েছে, ইউজাররা এই Shopsy app-এ তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে নিজেদের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করলেই।নিজেদের গ্রাহকদের সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপে শেয়ার করতে পারবেন এরপর অ্যাপের ক্যাটালগগুলি ইউজাররা । কমিশনও পেতে পারেন সেখান থেকে। তবে গ্রাহকরা কী এবং কত টাকার সামগ্রী অর্ডার করছেন এই কমিশনের ব্যাপারটি নির্ভর করবে। এই অ্যাপটি নিয়ে ইতিমধ্যে অনেকেই আগ্রহ দেখিয়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও ই-কমার্স সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রসঙ্গতযেকোনও দ্রব্য , করোনা আবহে অনলাইনে কেনার দিকেই ঝোঁক বেশি আমজনতার। এই অবস্থায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা কিছুটা হলেও। তবেঅনলাইন ব্যবসা অনেকেই শুরুও করে দিয়েছেন। তাঁদেরই এবার সাহায্য করবে ফ্লিপকার্টের নয়া অ্যাপটি।

Related posts

এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের শীঘ্রই মিলতে পারে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের সুযোগ

News Desk

৯ বছরের বাচ্চা মায়ের কাছে কাকুতি মিনতি করছ বাঁচতে! ভিডিও দেখে থ নেটিজনেরা

News Desk

মেয়ে জানলে জুটবে অত্যাচার! তালিবানের হাত থেকে বাঁচতে ১০ বছর পুরুষ সেজে ছিলেন নাদিয়া

News Desk