Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এবার মাত্র ১ হাজার টাকা বিনিয়োগ করলেই মিলবে ‘ দ্বিগুন’ রিটার্ন, দুর্দান্ত সুযোগ দিচ্ছে এই সরকারি সংস্থা

বর্তমানে ব্যাঙ্কে টাকা রাখলেও সুদ মিলছে না ঠিকমতো। এই সমস্যা পোস্ট অফিসের এই স্কিম থেকে মুক্তি পেতে পারেন। এখানে নানান প্রকল্পে টাকা রাখার পাশাপাশি ব্যাঙ্কের থেকে অনেকটাই বেশি সুদের পরিমাণও।

সবচেয়ে ভাল অপশন পোস্ট অফিসের এই মান্থলি স্কিমে টাকা ইনভেস্ট করা। পোস্ট অফিসের এই স্কিমে টাকা ইনভেস্ট করলে তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে, আপনার টাকা সুরক্ষিত থাকবে।

যদি শর্ট টাইমের জন্য অর্থাৎ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান, তবে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ভালো বিকল্প হতে পারে। এই স্কিমে সামান্য ইনভেস্ট করলেই আপনার প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় হবে তা থেকে।

কমপক্ষে ১ হাজার টাকা এবং সবচেয়ে বেশি সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন।

this scheme from postoffice giving double return on investment

এই অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন স্বামী এবং স্ত্রী যৌথভাবেই। সেক্ষেত্রে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। খুব উপকারী এই সরকারি স্কিমটি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং প্রবীণ নাগরিকদের জন্য।

এই স্কিমে টাকা জমা করতে পারবেন নাবালকের নামেও, তবে কিছু নিয়ম রয়েছে সেক্ষেত্রে। যেমন মাত্র তিন লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন নাবালকের নামে টাকা রাখলে।

এই স্কিমে টাকা বিনিয়োগের আগে গ্রাহককে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে পোস্ট অফিসে। পোস্ট অফিসের বার্ষিক সুদের হার ৬.৬ শতাংশ মান্থলি ইনকাম স্কিমে। যা অনেকটাই বেশি অন্যান্য সেভিংস স্কিমের চেয়ে।

এই স্কিমের মেয়াদ ৫ বছর। তবে সময়ের আগে টাকা তুলে নিলে কিছুটা হলেও ক্ষতি হবে। কোনও টাকা তুলতে পারবেন না। আবার ১ বছরের মধ্যেও ২ শতাংশ টাকা কাটা হবে ৩ বছরের মধ্যে টাকা তুললে। এবং ৩-৫ বছরের মধ্যে টাকা তুলে নিতে চাইলে গ্রাহকদের ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

Related posts

আজ থেকে শুরু হচ্ছে পুরীর জগন্নাথ রথযাত্রা! জানেন কি কি হয় এই যাত্রার মোট ৯ দিনে?

News Desk

মাত্র ৫০ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেই ৩,৩০০ টাকা পেনশন, জেনে নিন কি স্কিম

News Desk

এবার থেকে বাইকের পিছনের সিটে বসতে গেলে মানতে হবে এই নিয়ম! জেনে নিন কি কি বদল আনল সরকার

News Desk