করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid second wave) ধাক্কায় ভারতে দেখা দিয়েছিল মৃত্যু মিছিল। প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল স্বাস্থ্য ব্যাবস্থার। অক্সিজেনের হাহাকার দেখা গিয়েছিল দেশ জুড়ে। সেই স্মৃতি এখনও টাটকা ভারতে, এরই মধ্যেই তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) আশঙ্কায় দিন গোনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি করোনা তৃতীয় ঢেউ – এর বিষয়ে SBI এর একটি গবেষণার তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য বলছে, মোটামুটি অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে । সেপ্টেম্বরে সংক্রমনের সংখ্যা আরও বাড়বে। রিপোর্ট বলছে, বর্তমান দেশে যা করোনা পরিস্থিতি, তাতে আসছে অগাস্টেই দেশজুড়ে আছড়ে পড়বে নভেল করোনা ভাইরাসের থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ।
সম্প্রতি এসবিআই রিসার্চের প্রকাশিত ‘কোভিড ১৯, দ্য রেস টু ফিনিশিং লাইন’ (SBI ‘Covid-19: The race to finishing line) একটি প্রতিবেদনে বলা করা হয়েছে যে, করোনা ভ্যাকসিনই এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র পথ। এর সাথে সাথে এই রিপোর্টটি মনে করিয়ে দিয়েছে যে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও নাহলেও প্রায় ১.৭ গুনে বেশি ভয়ানক হতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। এখনও পর্যন্ত আমাদের ভারতে এখনও পর্যন্ত ৪.৬ শতাংশ মানুষের করোনা টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ ইতিমধ্যেই পেয়েছেন ২০.৮ শতাংশ মানুষ। বাকি পৃথিবীর দেশের থেকে যদিও আমাদের দেশ টিকাকরণের দিক থেকে এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে। বাকি কিছু দেশ ইতিমধ্যেই নিজেদের জনসংখ্যার বেশিরভাগ মানুষকেই টিকা দিতে সক্ষম হয়েছে যেমন আমেরিকায় ইতিমধ্যেই ভ্যাকসিন পেয়েছেন ৪৭.১ শতাংশ মানুষ , ইংল্যান্ডে ৪৮.৭ শতাংশ মানুষ , ইজরায়েলে টিকা পেয়েছেন ৫৯.৮ শতাংশ মানুষ। স্পেনে টিকা পেয়েছে ৩৮.৫ শতাংশ মানুষ এবং ফ্রান্সে ৩১.২ শতাংশ মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।
SBI এর এই রিপোর্ট অনুযায়ী, ‘বর্তমান পাওয়া ডেটা ধরে হিসাব করলে, ভারতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ১০ হাজারের কাছাকাছি থাকবে দৈনিক করোনা সংক্রমণ। অগাস্টের শেষ ১৫ দিনে কেস বাড়তে শুরু করবে হু হু করে।’
এই প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্যকান্তি ঘোষ জানান, ” অগাস্ট এর মাঝামাঝি সময় থেকে করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কার আরও একটা বড় কারণ হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পুরোপুরি বিদায় নেওয়ার আগেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ।”