Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED

গুগল নিয়ে এলো পে টোকেন : এখন থেকে SBI-সহ একাধিক ব্যাঙ্কের ‘কার্ড-হোল্ডার’রা পাবেন এই সুবিধা

গুগল পে নিজেদের অ্যাপে টোকেনাইজেশনের সুবিধা দেওয়া শুরু করল। আরও নতুন নতুন ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে নেটওয়ার্ক বিস্তার করেছে গুগল পে (Google Pay) এর জন্যে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্দাইন্ড ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, এইচএসবিসি ইন্ডিয়ার সঙ্গে গুগল পে হাত মিলিয়েছে। এর আগে এই টোকেনাইজেশন বিষয়টি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে সফল ভাবে প্রয়োগ করেছিল গুগল পে।

এই টোকেনাইজেশনের মাধ্যমে এসবিআই সহ একাধিক ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা পেমেন্ট করতে পারবেন নিজেদের কার্ডের বিশদ তথ্য প্রদান না করেই। পেমেন্ট করা যাবে কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে থাকা সুরক্ষিত ডিজিটাল টোকেনের মাধ্যমে।  ‘নিয়ার-ফিল্ড কমিউনিকেশন’ যে গ্রাহকদের ডিভাইসে রয়েছে সেসব গ্রাহকরা এবার থেকে ২৫ লক্ষ ভিসা মার্চেন্ট দোকান এবং ১৫ লক্ষ ভারত কিউআর মার্চেন্টের দোকানে ‘কনট্যাক্টলেস পেমেন্ট’ করা যাবে। আপনার কার্ডের থেকে টাকাটা কাটবে আপনি গুগল পে-এর মাধ্যমে পেমেন্ট করলেও।

এর আগে ইউপিআই আইডি ব্যবহার করে পেমেন্ট করতে হত গুগল পে ব্যবহারকারীদের। তবে নয়া সংযোজনের ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্দাইন্ড ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, এইচএসবিসির কার্ডহোল্ডাররা গুগল পে-তে কার্ড সেভ করে রাখতে পারবেন। এরপর গ্রাহকরা সেই টাকা দিতে পারবেন গুগল পে-এর মাধ্যমে।

সাধারণত ১৬ সংখ্যার একটি নম্বর থাকে একটি কার্ডে। সেই নম্বরটিকেই টোকেনে পরিণত করা হবে। কার্ডটি সংযুক্ত করতে হবে গুগল পে-তে। এরপর  কার্ডটি টোকেনাইজড ফরম্যাটেই সেভ করা থাকবে। গুগল পে-তে গিয়ে তারপর পেমেন্ট করার সময়ে কার্ডটি বেছে নিন। তখন সহজেই পেমেন্ট হয়ে যাবে ওটিপির মাধ্যমে। এই ক্ষেত্রে কার্ড নম্বর এবং সিভিভি নম্বর  বারংবার দিতে হবে না।

Related posts

দেশে ২৪ ঘন্টায় আবারও আগের দিনের চেয়ে প্রায় ৯ হাজার বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুও

News Desk

ডেল্টা প্রজাতির কারণে মারাত্বক হারে বাড়ছে সংক্রমন, প্রতি বাড়ির দরজায় লোহার বেড়া বসাচ্ছে চিন

News Desk

টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ চ্যালেঞ্জ নিয়ে ঘনিয়ে আসছে মৃত্যু! প্রাণ হারাচ্ছে বহু তরুণ

News Desk