Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED স্বাস্থ্য

যৌন ক্ষমতা বাড়াতে রেকর্ড সংখ্যক ওষুধ ক্রয় ৮০ ঊর্ধ্বদের, বাদ যায়নি ১০২ বছরের ব্যক্তিও!

আজকের যুগে অনেকেই নিজেদের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য ভায়াগ্রার মতো ওষুধ ব্যবহার করে থাকেন। তবে যে তথ্য এবার সামনে এসেছে, তাতে অনেকেই তাজ্জব বনে গিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লকডাউনের সময় ব্রিটেনে ৮০ বছরের ঊর্ধ্বে ভায়াগ্রার মতো ওষুধ ব্যবহার করেছেন রেকর্ড সংখ্যক পুরুষ। এমনকী যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য এই ওষুধ ব্যবহার করেছেন ১০২ বছরের এক ব্যক্তিও।

ওই রিপোর্ট অনুযায়ী, গত বছর লকডাউনে ৮০ বছরের ঊর্ধ্বে ভায়াগ্রার মতো ওষুধ ব্যবহারের জন্য ১৮০,০০০ প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল পুরুষদের। ৯০ বছরের ঊর্ধ্বে পুরুষদের আরও ৫,০০০ প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল। তবে যৌন ক্ষমতাবর্ধক ওষুধ কেনার বিষয়টি ১০২ বছরের বৃদ্ধের ক্ষেত্রে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিবেদন অনুযায়ী, ভায়াগ্রার মতো ওষুধ কিনেছেন অনেকেই যাদের বয়স আনুমানিক ১০০ বছরের ঊর্ধ্বে। ৯৯ বছর, ১০০ বছর এবং ১০১ বছরের পুরুষরাও যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধ কিনেছেন ।

এক বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কেন্ট বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যে রেকর্ড সংখ্যক ভায়াগ্রার মতো ওষুধ ব্যবহার করছেন ৮০ বছরের ঊর্ধ্বে পুরুষরা, তাতে তিনি একেবারেই অবাক নন। ব্রিটেনে এই ধরনের যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধ রীতিমতো জনপ্রিয়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভায়াগ্রার মতো ওষুধ কেনার জন্য ব্রিটেনে প্রেসক্রিপশনের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত পাঁচ বছরে প্রায় ৪২ শতাংশ প্রেসক্রিপশন বেড়েছে ।

Related posts

বিয়ের খরচের এত টাকা বাবা পাবে কোথায়! বিয়ের ২দিন আগে লোকলজ্জার ভয়ে আত্মঘাতী কনে

News Desk

মুঙ্গেলিতে আতঙ্ক! কবর খুঁড়ে মৃতদেহ খায় এই প্রাণী, নজর রাখে নবজাতক ও শিশুদের দিকেও

News Desk

পর পর ৩টে হাসপাতাল ঘুরেও মিলল না চিকিৎসা, মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারাল ৬ দিনের শিশু

News Desk