Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শপিং করলে মিলবে নানা আকর্ষণীয় সুবিধা। জেনে নিন Fabindia SBI Card এর দুর্দান্ত ফিচার্স

শপিং করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্যে সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে এক আকর্ষণীয় শপিং কার্ড। বাণিজ্যিক উদ্যোগে এস বি আই যুক্ত হল দেশের অন্যতম প্রসিদ্ধ ব্র্যান্ড ফ্যাব ইন্ডিয়া (Fabindia) -র সাথে। ফ্যাব ইন্ডিয়া আর এসবিআই (SBI) একসাথে মিলে বাজারে আনলো এক বিশেষ ক্রেডিট কার্ড, এর নাম রাখা হয়েছে Fabindia SBI Card।

কি কি ফিচার্স রয়েছে এই ফ্যাব ইন্ডিয়া এসবিআই কার্ডে (Fabindia SBI Card)

শপিং সুবিধার্থে মোট দু’টি ক্রেডিট কার্ড লঞ্চ করা হয়েছে- Fabindia SBI Card SELECT এবং Fabindia SBI Card। এই দুই কার্ডে নির্দিষ্ট কিছু বিভাগে প্রতি বারের কেনাকাটায় যেমন রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে, তেমনই পাওয়া যাবে নানা ভ্যালু অ্যাডেড পরিষেবাও।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে এই Fabindia SBI Card ব্যাবহার করে গ্রাহকরা কেনাকাটা করলে তারা ১০ শতাংশ পর্যন্ত ভ্যালু ব্যাকের সুবিধা পাবেন। এর পাশাপাশি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেসও পাবেন তারা। এছাড়া এই কার্ড ব্যাবহার করে ২ লক্ষ টাকার কেনাকাটায় ১২৫০ টাকার মাইলস্টোন বেনেফিট প্রদান করা হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি এই শপিং কার্ডের মাধ্যমে গ্রাহকরা ব্র্যান্ডের FabFamily লয়্যালটি প্রোগ্রামে এবার থেকে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। আগে যার জন্য আগে গোল্ড কার্ডে বার্ষিক ৩০ হাজার টাকা এবং প্ল্যাটিনামে বার্ষিক ৭৫ হাজার টাকা খরচের প্রয়োজন পড়ত!

এই যৌথ উদ্যোগে তৈরী কার্ডের সম্পর্কে কথা বলতে গিয়ে এসবিআই কার্ডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রমা মোহন রাও আমারা বলেন, “এসবিআই কার্ডে সর্বদা আমাদের চেষ্টা ছিল আমাদের গ্রাহকদের জন্য সেরা-শ্রেণীর পণ্য, পরিষেবাদি এবং তুলনাহীন অভিজ্ঞতা আমার। আমরা আমাদের সমৃদ্ধ এবং প্রিমিয়াম গ্রাহক বিভাগ কে শক্তিশালী করতে অংশীদার হিসাবে ফাব ইন্ডিয়া কে পেয়ে আনন্দিত। নতুন ফ্যব ইন্ডিয়া এসবিআই কার্ডের আমাদের প্রিমিয়াম পোর্টফোলিওকে ভালো করবে। আমাদের সুবিধা দেবে আর দেশের ডিজিটাল অর্থনীতিকেও চাঙ্গা করবে।

Related posts

২০ বছর বয়সে সেক্স চেঞ্জ! কয়েক বছর যেতে না যেতেই আফসোস করছেন তরুণী, জানুন কেন?

News Desk

ডিজের শব্দে শুনতে পায়নি ট্রেনের হুইশল, জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালো ২ ছাত্রী

News Desk

পেগাসাস স্পাইওয়্যার কী, আক্রান্ত কারা? কতটা সুরক্ষিত আপনি?

News Desk