Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সস্তি! দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামলো ৫০ হাজারের নিচে , অল্প কমলো মৃত্যুর সংখ্যাও

পাঁচদিন আগে করোনা ভাইরাসের গ্রাফ নেমেছিল ৫০ হাজারের নিচে। কোভিডের গ্রাফ দেখে সস্তি পেয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসাবিদ্ প্রত্যেকেই। কিন্তু তারপরই ঊর্ধ্বমুখী হয়েছিল করোনার গ্রাফ। পর পর তিন দিন দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছিল। থাকছিল ৫০ হাজারের উপর। কিন্তু আজ শনিবারের করোনা ভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যায় ফের মিলল সস্তি। পাঁচদিন পর করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা নামলো ৫০ হাজারের নিচে।

how Covid 19 the virus was named

করোনার দ্বিতীয় ঢেউয়ে এই দ্বিতীয়বার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা থাকলো ৫০ হাজারের নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন মানুষ। এর আগে শেষ ২১ জুন , ২০২১ এ করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪৩ হাজার ৬৪০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ১,১৮৩ হতভাগ্য করোনা আক্রান্ত। আমেরিকা ও ব্রাজিলের পর ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৮১৮ জন করোনা কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ গতকাল থেকে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা কমেছে ১৭ হাজার ৩০৩ জন। 

এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ তে। মোট করোনা কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন। দেশে মোট করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন।

দেশে করোনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। করোনা থেকে সেরে ওঠার রিকভারি রেট ৯৭ শতাংশ।

২৫ জুন পর্যন্ত দেশে টিকার ডোজ পেয়েছেন মত ৩১ কোটি ৫০ লক্ষ মানুষ। গতকাল ৬১ লক্ষ ১৯ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

Related posts

জলের তলায় তলাতে চলেছে মালদ্বীপের অসংখ্য ছোট খাটো দ্বীপ! সময় নেই বেশী

News Desk

ওমিক্রন থাবা রেলে, আক্রান্ত শিয়ালদা ডিভিশনের কর্মী, সন্দেহ আরো ৪-৫ জনকে ঘিরে

News Desk

নৃশংস! ২ মাসের একরত্তি মেয়েকে হত্যা করে মাইক্রোওয়েভে লুকিয়ে রাখলেন মা! কেন?

News Desk