Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতের এই গ্রামের নাম স্নাপডিল ডট কম (snapdeal.com) রেখেছেন গ্রামবাসীরা! জানেন কেন?

গ্রামের নাম রাখা হয়েছে একটি অনলাইন ই কমার্স শপিং সাইটের নামে। কিন্তু কোনো সংস্থা নয় খোদ উওর প্রদেশের এক গ্রামের গ্রামবাসীরা নিজেরাই নিজেদের গ্রামের নাম পাল্টে রেখেছেন স্নাপডিল ডট কম (snapdeal.com)। যা কিনা একটি অনলাইন কেনাকাটার ওয়েবসাইটের নাম। কিন্তু এমন কি হল যে গ্রামবাসীরা নিজেদের গ্রামের নাম পাল্টে রাখলেন এমন অদ্ভুত নাম। জেনে নিন।

উত্তর প্রদেশের মুজফফরনগরের ছোট্ট গ্রামটিকে বলা হয় স্ন্যাপডিল ডটকম? ২০১১ সালের আগে এই গ্রামটিকে সবাই শিব নগর নামেই জানত। ভাবছেন যে শিব নগর কীভাবে স্ন্যাপডিল ডটকম নগর হয়ে গেল?

this village in india rename their village as snapdeal.com know why

২০১১ সালে স্ন্যাপডিলের সিইও (CEO) কুনাল বহেল এই ছোট্ট গ্রামে একটি সমাজসেবামূলক অনুদান দিতে আসেন। সেই সময় তার নজরে আসে গ্রামের লোক পানীয় জল আনতে বহুদূর যায়। গ্রামটিতে পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই। আর এই দৃশ্যই কুণাল বাহেলের মনে বিশাল বড় প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন গ্রামটিতে পানীয় জলের সুরাহা করতে হবে।

যেমন ভাবা তেমন কাজ। দ্রুত স্নাপডিল (Snapdeal) সিদ্ধান্ত নেয় যে গ্রামটিতে পানীয় জলের হ্যান্ড পাম্প বসানোর। সেই মতন কাজে লেগে পরে স্নাপডিল কর্তৃপক্ষ। প্রায় 3
৩ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে ১৫টি হ্যান্ডপাম্প
বসায় সেই গ্রামটিতে।

গ্রামবাসীদের পানীয় জলের এমন সুরাহা করে দেওয়ায় কৃতজ্ঞতা স্বরূপ গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেয় তাদের গ্রামকে নতুন নাম দেওয়ার। শিব নগর পাল্টে হয় স্নাপডিল ডট কম নগর। জানা যায় স্নাপডিল কর্তৃপক্ষ গ্রামবাসীদের এই ভালোবাসা ভোলেন নি। এর পরেও তারা ওই গ্রামে বহু সমাজ উন্নয়নমূলক কাজ চালিয়েছেন।

Related posts

লটারিতে ৪০ লক্ষ টাকা পেতে ১৭ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত! মর্মান্তিক পরিণতির শিকার প্রৌঢ়

News Desk

স্কুইড গেম-এর কপি নিয়ে স্কুলে! ছাত্রের মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ার! নির্বাসনে শিক্ষকেরা

News Desk

স্বপ্নে দেখেন প্রেমিক প্রতারণা করছে! অস্থির প্রেমিকা খোঁজ নিলে সামনে আসে চাঞ্চল্যকর সত্যি

News Desk