দিঘার সৈকতে ভেসে এসেছে হাজার হাজার মাছের মতো কোনও জীব। এমন মাছ কেউ কখনো দেখে নি। কেউ কেউ বলছে এগুলি আদপে মাছই নয়। কিন্তু কোথা থেকে এলো এই ধরনের জীব তাও দীঘার সৈকতে? এই নিয়ে স্থানীয় মানুষ ও মৎস্যজীবীদের মধ্যে চাঞ্চল্য ছড়াল। এমন ঘটনায় হতবাক সকলে।
স্থানীয়রা জানান আজ সকাল ১১টা নাগাদ এই সমস্ত মাছ ঢেউয়ের ধাক্কায় সী বীচে উঠে আসে। নিউ দিঘার সমুদ্রের জলে ভাসতে দেখা গেল মৃত মাছের মতন প্রাণীগুলোর দেহ! কেউ কেউ বলছেন এইগুলি মাছ , কেউবা বলছেন মাছ নয়, সামুদ্রিক ব্যাঙ। আসলে এই ভেসে আসা প্রাণীগুলি কী তা জানাতে খবর দেওয়া হয় মৎস্য বিশেষজ্ঞদের ও পরিবেশবিদ দের।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই গুলি আসলে সামুদ্রিক ব্যাঙ বা পাফার ফিশ (Puffer Fish)। সাধারণতঃ পাফার ফিশ মাঝ সমুদ্রেই থাকে। খাদ্যের খোঁজ করতে করতে কিংবা ঝড়ের ধাক্কায় সৈকতের কাছাকাছি চলে এসেছিল। এই গুলো মানুষের খাদ্য হয় না। তাই পড়ে আছে তীর জুড়ে। পরিবেশবিদরা আরও সতর্ক করেছেন এই মাছগুলি মানুষের গায়ে লাগলে ভীষণ ভাবে চুলকোয়। মনে করা হচ্ছে
একসঙ্গে বহু প্যাফার ফিশ মৎস্যজীবিদের জালে ধরা পড়ে আর তীর ঘেঁষা সমুদ্রের দূষিত জলে মারা যায় এইসব সামুদ্রিক ব্যাঙ।
স্থানীয়দের দাবি, সোমবার সকাল ১১টা নাগাদ মত্সজীবীদের জালে ধরা পড়ে ওইসব প্রাণী। অনুমান করা হচ্ছে জালে ধরা পড়ার পর প্রাণীগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এইসব প্রাণী পচে গিয়ে দূষণ ছড়াতে পারে। তাই এই সমস্ত প্রাণীগুলিকে দ্রুত পুঁতে ফেলতে হবে।