আজ ২১শে জুন। পৃথিবীর বুকে দীর্ঘতম দিন। আজকের দিনে সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে নিজের অস্তিত্ব জানান দেবে। আজকের দিনে অর্থাৎ কর্কটক্রান্তি দিবসে সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড। উত্তর গোলার্ধে আজ কর্কটক্রান্তি এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি।
কর্কট রেখা যা কিনা কাল্পনিক ২৩.৫ অক্ষাংশ ধরে টানা হয়েছে , এইদিন সূর্য সেই কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে অবস্থান করে। এই কারণেই উত্তর গোলার্ধে হয় সবচেয়ে দীর্ঘ দিন। সূর্যকে ২১ জুন মধ্যগগনে প্রায় মাথার উপরে দেখা যায়। এই একটি মাত্র দিনে সূর্য সর্বোচ্চ উত্তরে পৌছায়।
পাশ্চাত্য দেশে এই দিনটি পালিত হয় ‘সামার সলস্টিস’ নামে। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন ফুল, ফল, সূর্যের উষ্ণতা, খাবার এবং এই ঘিরে উৎসব উপভোগ করার সময় হিসাবে এই দিনটি পালিত হয়। আর এই দিনটি পৃথিবীর দক্ষিন গোলার্ধে, শীতের শুরু হিসাবে পালিত হয়।
অনেক দেশ এই দিনটিকে নানা ভাবে উৎযাপন করে থাকেন। জার্মানির অধিবাসীরা এদিন সূর্যকে পুজো করেন। সুইডেন এবং ইংল্যান্ডের মহিলারা এই দিনটি পালন করেন ফুলের গয়না পরে সুর্যোদয় দেখে।
এছাড়াও ইংল্যান্ডের আজকের দিনটিতে অনেক মানুষ একত্রিত হন স্টোনহেঞ্জে। স্টোনহেঞ্জ তৈরি হয়েছিল আজ থেকে দুই হাজার বছর আগে। এই স্টোনহেঞ্জে চিহ্নিত আছে ২১ জুন তারিখটি। এই রহস্যময় ঐতিহাসিক স্তম্ভতে পাথর বৃত্তের একেবারে মাঝখানে বছরের এই একটি দিন সূর্যের আলো পৌঁছয়। আর এই দৃশ্যের সাক্ষী থাকতেই শয়ে শয়ে মানুষ ভীড় জমান স্টোনহেঞ্জে।
প্রসঙ্গত আজ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে আন্তর্জাতিক যোগা দিবসের খসড়া প্রস্তাব পাশ হয় এবং ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে মর্যাদা লাভ করে।