Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গ্রাজুয়েট হলেই মিলতে পারে মোটা মাইনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন করবেন কিভাবে

আপনার কি চাকরির খুব প্রয়োজন ? খুঁজে চলেছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না? তবে আপনার জন্য সুখবর অপেক্ষা করে রয়েছে। কারণ, রাজ্যের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে পাঁচজনকে নেহরু যুব কেন্দ্র সংগঠনে (Nehru Yuva Kendra Sangathan) নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মালদায়। আগামী ২ জুলাইয়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ভুলবেন না।

আবেদনকারীর যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদন করতে পারেন স্নাতকরা যেকোনও শাখায়।
২. আবেদনকারীরা অবশ্যই জলপ্রকল্প, দূষণ নিয়ন্ত্রণ, স্বচ্ছ ভারত মিশন, পরিবেশ-সংক্রান্ত যেকোন প্রকল্পে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:
প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে সাম্মানিক পাবেন এই শূন্যপদ গুলিতে নিযুক্ত ব্যক্তিরা ।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা ১ জানুয়ারি, ২০২১ তারিখ হিসাবে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
আবেদনপত্র পাঠানো যাবে মেল আইডি কিংবা নির্দিষ্ট ঠিকানায়।
হাওড়ার আবেদনকারীরা এই ই-মেল আইডি dyc.howrah1@gmail.com
কিংবা পি-১২৩, সদর বক্সি লেন, হাওড়া: ৭১১১০১ আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে পারেন।

নদিয়ার আবেদনকারীরা dyc.nadia1@gmail.com এই ই-মেল আইডি কিংবা ১১৫, বেজিখালি লেন, কৃষ্ণনগর: ৭৪১১০১ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

dyc.noth.24parganas@gmail.com এই ই-মেল আইডি কিংবা ৫৮ কেএনসি রোড, নয়ন কানন, বারাসত: ৭০০১২৪ এই ঠিকানায় উত্তর ২৪ পরগনার আবেদনকারীরা আবেদনপত্র পাঠাতে পারেন।

পূর্ব মেদিনীপুরের আবেদনকারীরা tamluknyk@gmail.com এই ই-মেল আইডি কিংবা পাদুমবাসন, পূর্ব মেদিনীপুর: ৭২১৬৩৬ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

মালদহের আবেদনকারীরা dyc.malda1@gmail.com এই ই-মেল আইডি কিংবা স্টেশন রোড, মালদহ: ৭৩২১০১ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
কর্মী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে ।

আগ্রহী প্রার্থীদের https://nyks.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Related posts

অ্যাপ থেকে লোন নিয়ে বিপাকে ব্যাক্তি! টাকা পরিশোধের পরও স্ত্রীর ছবি অশ্লীল ভাবে এডিট করে হুমকি

News Desk

গর্ভে একই সঙ্গে এসেছে ১৩টি শিশু! সকলের কাছে কাতর আবেদন জানালেন মহিলা? কি বললেন

News Desk

সিংয়ের গুঁতো খেয়ে মৃত! আদালতে বিচারে দোষী সাব্যস্ত ভেড়া! জানেন কি শাস্তি শোনানো হলো?

News Desk