Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

তাহলে কি বিদায় নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ? কি বলছে ২৪ ঘণ্টার পরিসংখ্যান?

দেশে করোনা নতুন করে দৈনিক সংক্রমিতের সংখ্যার গ্রাফ ক্রমাগত নিন্মমুখী। দেশের দৈনিক করোনা সংক্রমন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত ২ সপ্তাহের পরিসংখ্যানেই সেকথা স্পষ্ট। শেষ কিছুদিন ধরে ক্রমাগত দৈনিক সংক্রমণ এর সংখ্যা কমতে থাকায় আর সুস্থতার সংখ্যা বেশি থাকায় করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা এখন বেশ নিচের দিকে। হসপিটাল বেড থেকে অক্সিজেন সব কিছুতেই দেশে এখন মোটামুটি সুস্থিরতা বজায় আছে। তাহলে কি সুস্থ হচ্ছে দেশ? কি বলছে ২৪ ঘণ্টার পরিসংখ্যান।

how Covid 19 the virus was named

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। এই নিয়ে পর পর কিছুদিন লাগাতার লাখের নিচেই রইলো নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও। এই নতুন ৬০ হাজার ৭৫৩ জন করোনা আক্রান্ত কে নিয়ে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জনে।

দৈনিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও আড়াই হাজারের বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ১ হাজার ৬৪৭ জন। এই নিয়ে দেশে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের।

গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনা মুক্ত হয়েছেন ৯৭ হাজারেরও বেশি করোনা আক্রান্ত । এই নিয়ে দেশে মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষে ৮৬ হাজারেরও বেশি মানুষ। এখন সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ।

বর্তমান দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ১৯ জন। গত ৭৪ দিনে সর্বনিম্ন দেশের করোনা অ্যাক্টিভ কেস।

এখনও অবধি দেশে করোনার টিকা পেয়েছেন ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন।

Related posts

অন্যকে সঙ্গ দিয়েই মাসে বিপুল টাকা আয়! এই যুবকের অদ্ভুত পেশার বিষয়ে জানেন!

News Desk

মঞ্চে গান করতে করতেই অসুস্থ বোধ! কলকাতায় অনুষ্ঠান চলাকালীন প্রয়াত গায়ক কেকে

News Desk

পৃথিবীতে কত পিঁপড়া বাস করে জানেন! মোট সংখ্যা গুনতে বসলে আপনার মাথা ঘুরতে বাধ্য

News Desk