Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রত্যাবর্তন পাবজি গেমের! কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এই গেমটি। রইলো খোঁজ

২০২০ সালে ভারত-চিনের মধ্যে বিবাদ ঘিরে ভারত থেকে সরিয়ে দেওয়া হয় একাধিক অ্যাপ কে। যার মধ্যে গেমার দের মধ্যে বহুল জনপ্রিয় পাবজি ( PUBG)।

PUBG Mobile returns in india how to download

তবে এবার ভারতে নতুন রূপে ফিরছে । গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাপ। পুরোপুরি ভারতীয় সংস্করণ হয়ে। নাম ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। খেলার নিয়মেও আসছে কিছু রদবদল।

কিভাবে ডাউনলোড করবেন এই ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি। নেট মাধ্যমে পাবজি প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে, ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ওপেন বিটা ভার্সন বর্তমানে গুগল প্লে স্টোরে ডাউনলোড করা যাচ্ছে। এই বিষয়ে তারা একটি লিংক দিয়েছে। ” http://bit.ly/BATTLEG_OPENBETA_FB” -এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে গেমটি। তবে যদি এই লিঙ্কে ক্লিক করে গেমটি যদি না পাওয়া যায়, তাহলে চিন্তার কোনও কারণ নেই। আরও কিছু লিংক যেমন https://play.google.com/apps/testing/com.pubg.imobile/join https://play.google.com/store/apps/details?id=com.pubg.imobile&hl=en_US&gl=US
এই সব লিঙ্ক থেকেও ডাউনলোড করা যাবে গেমটি। এই গেমটির অন্য সংস্করণ শীঘ্রই পাওয়া যাবে।

জানানো হয়েছে নিষিদ্ধ সমস্ত অ্যাপের মধ্যে পাবজি কেই লঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ এই গেম প্রস্তুতকারী সংস্থা দক্ষিণ কোরিয়ার ক্র্যাফটনের সাথে চিনা সংস্থা টেনসেন্টের সঙ্গে আর কোনও যোগসূত্র নেই। তবে পৃথিবীর বাকি দেশগুলিতে টেনসেন্টের সঙ্গে একই সাথে পাবজি চালাচ্ছে ক্র্যাফটন। তাতে কেউ কেউ প্রশ্নও তুলেছেন।

তাদের দাবি পাবজির এই ভারতের জন্যে তৈরি নতুন সংস্করণে কিছু পরিবর্তন আনার কথা বলে যেভাবে এটিকে পাবজির ভারতীয় সংস্করণ বলা হচ্ছে, সেই দাবি বিভ্রান্তিকর।

Related posts

ওমিক্রনকে আটকাতে ভরসা করা যাবে না কাপড়ের মাস্ক কে! কেন এমন কথা বলছেন বিশেষজ্ঞরা

News Desk

দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে রাজ্য কমিটির কাছে সুপারিশ জেলা তৃণমূল নেতৃত্বের

News Desk

পরিত্যক্ত কবরস্থানে সন্ন্যাসিনীর সাথে নাচে মেতেছেন কঙ্কাল! ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

News Desk