Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যৌন সঙ্গম না করেই অন্তঃসত্ত্বা হলেন তরুণী! অবিশ্বাস্য ঘটনায় অবাক চিকিৎসকেরাও

তিনি কোনো পুরুষ সঙ্গীর সাথে যৌন সঙ্গম করেননি অথচ গর্ভবতী হয়েছেন। বছর ২৮- এর এক মহিলা এমনটাই দাবি করেছেন। আর তার এই দাবির পরেই সকলের প্রশ্ন এমনটা কিভাবে সম্ভব? নেট মাধ্যমে এই খবরটি জানাজানি হওয়ার পর অনেকেই হতবাক হয়েছেন। এই মহিলা জানিয়েছেন যে আট বছর আগে তিনি প্রেগনেন্ট হয়েছেন।

pregnant without sex how its possible

সংবাদ সংস্থা ডেইলি মেইলের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই তরুণী নিকোলে তাঁর বয়ফ্রেন্ডকে ডেট করেছিলেন , তখন তার বয়ফ্রেন্ডের বয়স ১৮। একদিন যখন তিনি ভীষণ অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। সেই সময় নিকোলের জ্ঞান ছিল না। যদিও তার বয়ফ্রেন্ড তার পাশেই ছিল। এর কয়েকদিন পরই নিকোল নিজের প্রেগনেন্সি টেস্ট করণ।

নিকোলে সংবাদসংস্থা ডেইলি মেইল কে জানান যে তিনি যতবারই চেয়েছেন সঙ্গম করতে তার শারিরীক সমস্যার জন্য তিনি পারেননি। এটির কারণে তিনি চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। যদিও চিকিৎসকেরা যখন তার প্রেগনেন্সি পরীক্ষা ও বাকি পরীক্ষা করেন দেখা জয় তাঁর একটি ভিন্ন ধরনের রোগ রয়েছে যার নাম ভ্যাজাইনাসিজম। এই সমস্যা কারো শরীরে থাকলে তার পক্ষে যৌন সঙ্গম করা সম্ভব হয় না।

তাহলে কিভাবে সম্ভব যে তিনি প্রেগন্যান্ট হলেন। এই ব্যাপারে ধন্ধে চিকিৎসকরাও। অবশ্য তাদের অনুমান শারিরীক সমস্যার কারণে সঠিকভাবে যৌন সঙ্গম পুরো না হলেও যদি শুক্রাণু বা স্পার্ম কোনও কারণে যোনি দিয়ে প্রবেশ করে এবং ফার্টিলাইজড হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি চলে আসতেই পারে। চিকিৎসকদের মত নিকোলের ক্ষেত্রেও সেটিই হয়েছে।

Related posts

কোভিড টিকা নেওয়ার পর থেকেই পেটে ব্যথা! কালনায় দশম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য

News Desk

বজ্রপাত থেকে প্রাণ বাঁচাবে ছাতা! অভিনব আবিষ্কার করে সন্মানিত রাজ্যের ষষ্ঠ শ্রেণির ছাত্র

News Desk

নকল কোভিশিল্ড -এ ছেয়ে কলকাতা-সহ দেশের অনেক শহর, কেন্দ্রকে চিঠি দিয়ে সতর্ক করল হু

News Desk