তিনি কোনো পুরুষ সঙ্গীর সাথে যৌন সঙ্গম করেননি অথচ গর্ভবতী হয়েছেন। বছর ২৮- এর এক মহিলা এমনটাই দাবি করেছেন। আর তার এই দাবির পরেই সকলের প্রশ্ন এমনটা কিভাবে সম্ভব? নেট মাধ্যমে এই খবরটি জানাজানি হওয়ার পর অনেকেই হতবাক হয়েছেন। এই মহিলা জানিয়েছেন যে আট বছর আগে তিনি প্রেগনেন্ট হয়েছেন।
সংবাদ সংস্থা ডেইলি মেইলের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই তরুণী নিকোলে তাঁর বয়ফ্রেন্ডকে ডেট করেছিলেন , তখন তার বয়ফ্রেন্ডের বয়স ১৮। একদিন যখন তিনি ভীষণ অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। সেই সময় নিকোলের জ্ঞান ছিল না। যদিও তার বয়ফ্রেন্ড তার পাশেই ছিল। এর কয়েকদিন পরই নিকোল নিজের প্রেগনেন্সি টেস্ট করণ।
নিকোলে সংবাদসংস্থা ডেইলি মেইল কে জানান যে তিনি যতবারই চেয়েছেন সঙ্গম করতে তার শারিরীক সমস্যার জন্য তিনি পারেননি। এটির কারণে তিনি চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। যদিও চিকিৎসকেরা যখন তার প্রেগনেন্সি পরীক্ষা ও বাকি পরীক্ষা করেন দেখা জয় তাঁর একটি ভিন্ন ধরনের রোগ রয়েছে যার নাম ভ্যাজাইনাসিজম। এই সমস্যা কারো শরীরে থাকলে তার পক্ষে যৌন সঙ্গম করা সম্ভব হয় না।
তাহলে কিভাবে সম্ভব যে তিনি প্রেগন্যান্ট হলেন। এই ব্যাপারে ধন্ধে চিকিৎসকরাও। অবশ্য তাদের অনুমান শারিরীক সমস্যার কারণে সঠিকভাবে যৌন সঙ্গম পুরো না হলেও যদি শুক্রাণু বা স্পার্ম কোনও কারণে যোনি দিয়ে প্রবেশ করে এবং ফার্টিলাইজড হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি চলে আসতেই পারে। চিকিৎসকদের মত নিকোলের ক্ষেত্রেও সেটিই হয়েছে।