Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

‘যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন চাহিদার থেকেই’, করিনার কাছে নিজের সম্পর্কের গোপন তথ্য ফাঁস করলেন নীনা গুপ্তা

নীনা গুপ্তা, সাহসী অভিনেত্রী হিসেবে বরাবরই বি-টাউনে পরিচিত । কারও কোনও সন্দেহ নেই এই নিয়ে । পর্দায় বরাবরই নিজের বেস্টটা দিয়েছেন তিনি।অভিনেত্রী এবার আরও একধাপ এগিয়ে গেলেন । অবশেষে নীনার বিতর্কিত জীবন অধ্যায়ের আত্মজীবনী ‘সাচ কাহু তো’ প্রকাশিত হল । যৌন চাহিদাতেই সঙ্গম করলেও শেষ মুহূর্তে ভেঙে দিয়েছিল বিয়ে, আজও নীনার গলায় আক্ষেপের সুর । বই প্রকাশের অনুষ্ঠানে এসেই নায়িকা নিজের জীবনের গোপন কথা ফাঁস করলেন ।

nina Gupta reveals her secret near kareena

নীনা গুপ্তার আত্মজীবনী ‘সাচ কাহু তো’ প্রকাশিত হল । বইটি পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হয়েছে ।

ভার্চুয়ালি বইটি প্রকাশ করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। নিজের জীবনের অদম্য লড়াই, একাকীত্ব ‘সাচ কাহু তো’-তে সবটাই তুলে ধরেছেন।

প্রেম থেকে ওয়ান নাইট স্ট্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে , মাসাবার জন্ম সব মিলিয়ে নীনা যেন এক বিতর্কিত অধ্যায়।

ভিভের পর নীনার জীবনে একাধিক প্রেম এসেছে । তবে নায়িকা একসঙ্গে জীবন কাটানোর কথা কখনও ভাবতে পারেননি । জীবনের কঠিন সময়ে ছিল না কোনও প্রেমিক, স্বামীও নেই। একাকীত্বই সঙ্গী ছিল নীনার। করিনার সঙ্গে নিজের জীবনের সমস্তটাই শেয়ার করেছেন নীনা।

বর্তমানে বিবেক মেহরার সঙ্গে বিয়ে করে সুখী দাম্পত্যে থাকলেও কর্মসূত্রে আলাদাই থাকেন তারা। বিবেকের আগেও নীনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে দেয়। সেই যন্ত্রণা তুলে ধরেছেন নীনা আত্মজীবনে সেই ব্যক্তির নাম প্রকাশ না করলেও। করিনাকে অধরা প্রেমের গল্প শোনালেন নীনা নিজের বই প্রকাশের দিন। নীনা জানিয়েছেন, সে নিজেই বিয়েটা ভেঙে দিয়েছিল যাকে বিয়ে করতে চেয়েছিলাম। তবে কেন সে এটা করেছিল নীনার তা জানা নেই । নীনা বলেছেন, ‘আমি থাকতাম ওদের বাড়িতে । সহবাস করতাম দুজনের ইচ্ছাতেই। ওর বাবা-মাকে শ্রদ্ধাও করতাম। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে আর হল না’।

সে এখন বিবাহিত, সন্তানের বাবা। আমার এই বইটাও সে পড়বে কিন্তু ওকে বিয়ে করতে পারলে ভাল লাগত।

Related posts

এবারে বাংলা পাঠ্যে সুশান্ত সিং রাজপুত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করল সুশান্ত অনুগামী!

News Desk

করিনা-করিশ্মার মায়ের সাথে নাকি ‘টাইমপাস’ করতেন রণধীর! রাজ কাপুরের চাপে বিয়ে করেন?

News Desk

স্বামী পর্নোগ্রাফির সাথে যুক্ত, রিয়ালিটি শো এর মঞ্চ থেকে বাদ পড়ছেন শিল্পা, বাড়িও ছেড়ে দিয়েছেন

News Desk