গত বছরের মতো এবারও কোনো ভক্তের উপস্থিতি ছাড়াই মাসীর বাড়ি যাবে জগন্নাথ দেব। কোনো ভক্ত ছাড়াই অনুষ্ঠিত হবে ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রা। করোনা ভাইরাসের কারণে দেশে মহামারী পরিস্থিতির কারণেই সাধারণ মানুষ ছাড়াই রথযাত্রা হবে। আগামী ১২ জুলাই রথযাত্রা। ২০২০ সালের মতন কোভিড বিধি মেনেই হবে এবারকার রথযাত্রাও। করোনা পরীক্ষার আরটি পিসি আর রিপোর্ট নেগেটিভ এলে তবেই রথের দড়ি টানতে পারবেন পুজারীরা। একইভাবে কড়া করোনা বিধি মেনেই হবে উল্টোরথও।
এই বছরের রথযাত্রা নিয়ে এই ঘোষণা করেছে স্পেশ্যাল রিলিফ কমিশনার (এসআরসি) পিকে জেনা। তিনি বলেন যে, রথ যাত্রার এই অনুষ্ঠান আয়োজনের সময় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে। তিনি বলেন , গত বছর যে করোনা নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল, এবারও তা বহাল থাকবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, রথ যাত্রা অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘণ্টা আগে যে সমস্ত সেবায়েতদের করোনা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসবে বা যাঁদের করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই অংশ গ্রহণ করতে পারবেন।
সমস্ত কোভিড বিধি মেনেই তাঁরা রথযাত্রায় অংশগ্রহণ করবেন। রথযাত্রার চলাকালীন পাহান্ডি সহ বাকি সমস্ত অনুষ্ঠানের সময়ই সেবায়েতদের চেষ্টা করতে হবে সোশ্যাল ডিসটান্সিং যতটা সম্ভব মেনে চলা।
স্পেশ্যাল রিলিফ কমিশনার আরও বলেছেন, রথযাত্রার চলাকালীন সমগ্র পুরীতে কার্ফু জারি থাকবে এবং শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে। রথযাত্রার সরাসরি সম্প্রচার সংবাদমাধ্যমগুলিকে সরবরাহ করবে তথ্য ও জনসংযোগ বিভাগ। তিনি আরও বলেছেন, ওড়িশা জুড়ে অন্যান্য মন্দিরেও কোনও আড়ম্বর ছাড়াই রথযাত্রার আয়োজন করতে হবে।