Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আশঙ্কা তৃতীয় ঢেউয়ের: ২-১৮ বছর বয়সীদের কোভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু দিল্লির এইমসে

বিশেষজ্ঞদের আশঙ্কা তৃতীয় ঢেউয়ে ছাড় মিলবে না শিশুদেরও। এই সম্ভবনার কথা মাথায় রেখেই দিল্লির এইমসে (AIIMS) আজ থেকে ২-১৮ বছর বয়সীদের ভারত বায়োটেক – এর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। রবিবার থেকে পটনা এইমসেও চালু হয়েছে ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন ট্রায়ালও।

আশঙ্কা তৃতীয় ঢেউয়ের: ২-১৮ বছর বয়সীদের কোভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু দিল্লির এইমসে

তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই যদি বহু সংখক মানুষকে টিকা না দেওয়া হয় তা হলে মারাত্মক আকার ধারণ করতে পারে করোনার তৃতীয় ঢেউ। সেই ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও খুব বেশি। তাই তাদের সুরক্ষিত রাখতে বড়দের বেশী করে টিকা করণ আবশ্যক।

তাই জোর দেওয়া হচ্ছে ১৮ বছরের উর্ধদের ভ্যাকসিনেশনেও। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট টিকা দেওয়া হয়েছে ৩৩ লক্ষ ৫৩ হাজার টি। এই নিয়ে ভারতে মোট টিকা দেওয়া হল ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জনকে।

এবারে শিশুদের উপরেও শুরু হল টিকার ট্রায়াল। নীতি আয়োগ কমিটির সদস্য ভি. কে. পল আগের মাসে জানিয়েছিলেন, শিশুদের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ১৩ মে কেন্দ্র অনুমতি দিয়েছে। ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত ১৮ – এর কম বয়সিদের প্রদান করা নিয়ে এর মধ্যেই ছাড়পত্র মিলেছে বিভিন্ন দেশের তরফে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন শিশুদের উপর প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও ১২ থেকে ১৫ বছর বয়সিদের মধ্যে এই টিকা দেওয়ার অনুমতি দিয়েছে। চীনের তৈরি টিকা সিনোভ্যাকের করোনা টিকা ‘করোনাভ্যাক’ দেওয়ার ছাড়পত্রও দেওয়া হয়েছে ৩ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে।

Related posts

মহিলা কে খুন করে তার শোয়ারঘরে যৌন সম্পর্কে লিপ্ত হয় খুনিরা

News Desk

M.A পাশ করেও বেকার! লোকাল ট্রেনে হকারি করে দিন গুজরান করছেন প্রতিবন্ধী যুবক

News Desk

সব থেকে বড় শহরের নাম থেকে চাঁদের সব চেয়ে কাছের জায়গা , রইলো অদ্ভুত কিছু স্থানের হদিশ

News Desk