Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভিন্ন স্ট্রেনের মিউটেশনে নতুন প্রজাতির করোনা ভিয়েতনাম ভেরিয়েন্ট! ছড়াচ্ছে বাতাসে

এবার কি হাইব্রিড করোনা (Vietnam On Hybrid Of Variants ) নতুন খেলা দেখাতে শুরু করল!

সদ্য ভিয়েতনামে হাইব্রিড ভেরিয়েন্টের হদিশ মিলেছে। জানা গিয়েছে, ভারত ও ব্রিটেনের মারাত্মক বৈশিষ্ট্য এই ভেরিয়েন্টে রয়েছে। শনিবার ভিয়েতনামের প্রশাসন এই চাঞ্চল্যকর তথ্য আসতেই নড়েচড়ে বসেছে। ভারতে করোনার যে ভেরিয়েন্ট (B.1.617) দ্বিতীয় ঢেউ তুলেছে তার সঙ্গে বিশ্বজুড়ে ব্রিটেনের ছড়িয়ে পড়া ভ্যারিয়েন্টে হাইব্রিড করোনা যে কী বৈচিত্র্য দেখাতে পারে, এখনই তা আশঙ্কা করা যাচ্ছে না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে হাইব্রিড করোনার (Hybrid Corona) জন্ম হয়েছে ভারত ও ব্রিটেনের ভেরিয়েন্টের সংমিশ্রণে তা সহজে হাওয়ায় ছড়িয়ে পড়তে পারে। করোনার নতুন ভ্যারিয়েন্টের মোকাবিলায় ভিয়েতনামের (Vietnam) অর্ধেকেরও বেশি এলাকায় নাজেহাল অবস্থা। এই নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে হোনাই এবং হো চি মিন-এর মতো বড় বড় শহরগুলি।

ভিয়েতনামে ৬ হাজার ৮০০ জন নতুন করে আক্রান্ত হন এপ্রিল মাসে। যার মধ্যে ৪৭ জন প্রাণ হারিয়েছেন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী Nguyen Thanh Long শনিবার মহামারীতে এক জাতীয় সভায় বলেন, “আমরা একটি নতুন হাইব্রিড করোনার হদিশ পেয়েছি যা ভারত এবং ব্রিটেনে পাওয়া স্ট্রেন থেকে তৈরি । এই স্ট্রেনের বৈশিষ্ট্য হ’ল এটি দ্রুত ছড়িয়ে পড়ে বাতাসে। প্রাথমিক গবেষনায় দেখা গিয়েছে, এই নতুন ভেরিয়েন্ট গলায় মারাত্মকভাবে সংক্রমণ ঘটাচ্ছে। তবে এতে সংক্রমণের হার কতটা বেশি, অন্যান্য ভেরিয়েন্টের তুলনায় কতটা ক্ষতিকর, তা এখনও জানা যায়নি।

Vietnam’s Central Institute of Hygiene and Epidemiology শনিবার এক বিবৃতিতে জানান হয়েছে , ৩২ জন রোগীর নমুনার মধ্যে চারটিতে জিনের মিউটেশন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা জিন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে।

Related posts

খেজুরের রস থেকে তৈরি গুড়ের নাম নলেন গুড় কেন রাখা হলো! জানা আছে?

News Desk

ভয়াবহ! এই স্থানে জোর করে করা হচ্ছে মহিলাদের গর্ভবতী, বাচ্চা জন্ম দিয়ে করা হচ্ছে ব্যবসা

News Desk

মাঝরাতে ঘর থেকে উধাও হয়ে যাচ্ছে পুরুষদের অন্তর্বাস, নেপথ্যে কি কারণ?

News Desk