Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা মোকাবিলায় ভারতের সাহায্য ভুলব না’, বার্তা মার্কিন বিদেশ সচিবের

করোনার মোকাবিলার আমেরিকাকে ভারত যেই ভাবে সাহায্য করেছে তা কোনো দিনও ভুলব না। আমেরিকা সমস্ত ধরনের অবস্থায় ভারতের পাশে রয়েছে। ভারতের সঙ্গে এক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী (Foreign Minister) এস. জয়শঙ্করের(S. Jaishankar) কাছে এমনই বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টোনি ব্লিনকেন (Antony Blinken)।

এই মুহূর্তে আমেরিকা সফরে গিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকায় গিয়ে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রী আমেরিকার জো বাইডেন সরকারকে ধন্যবাদ জানান।

জয়শঙ্করের এই ধন্যবাদের উত্তরে প্রতিধন্যবাদ জানতে গিয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি বলেন, করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় ভারত যে ভাবে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছিল তা কোনোও দিনও আমেরিকা ভুলবে না। সেই সাহায্যে ফিরিয়ে দেওয়ার সময় এখন।

উল্লেখ্য জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ভারতের থেকে কোনো মন্ত্রী মার্কিন সফরে গিয়েছেন। শুক্রবার বৈঠকের জয়শঙ্করকে অ্যান্টনি আরও বলেন, ‘‘এখন ভারতের পাশে থাকতে প্রস্তুত আমরা। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারত – আমেরিকা একজোট হয়ে কাজ করবে। দুই দেশের এই বন্ধুত্ব আগের থেকেও বেশি শক্তিশালী এখন।’’

বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, “সময়ের সাথে সাথে ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও সুদৃড় হয়েছে। ভবিষ্যতেও এই দুটি দেশের মধ্যে সম্পর্ক একই ভাবে বজায় থাকবে। কোভিড মোকাবিলায় মার্কিন প্রশাসন যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।” প্রসঙ্গত, চলমান মার্কিন সফরে ভারতের বিদেশমন্ত্রী মার্কিন স্বরাষ্ট্র সচিব লয়েড অস্টিনের সঙ্গেও বৈঠক করেন।

Related posts

বারবার খাবার কিনতে টাকা চাইছিল শিশু, বিরক্ত হয়ে কনস্টেবলকে ঘটালেন ভয়ঙ্কর কান্ড

News Desk

খোঁজ পাওয়া যায়নি নতুন কোনও ভাইরাসের প্রজাতির, কেজরিওয়ালের টুইট নস্যাৎ করে জানাল সিঙ্গাপুর

News Desk

নষ্ট হতে পারে আপনার যৌন জীবন! এই ৫টি ভুলের পুনরাবৃত্তি বন্ধ করুন

News Desk