Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মধুচন্দ্রিমায় স্ত্রীকে ছেড়ে যৌনকর্মীর কাছে গিয়েছিলেন যুবক, তারপর যা ঘটলো…

জীবনে বিয়ের পর মধুচন্দ্রিমার রাত প্রত্যেকের কাছেই খুব প্ৰিয় একটি দিন। নতুন ভাবে জীবনের পথ চলার সময় এই দিনটি সব থেকে বেশি কাছের হয়। কিন্তু স্ত্রী কে নিয়ে হানিমুনে গিয়ে এক স্বামী নাকি সোজা গিয়ে পৌছালেন যৌনকর্মীর ঘরে! কি কারণে এরকম একটা কাজ করলেন তিনি তা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন! ঘুমিয়ে পড়েছিলেন স্ত্রী, এদিকে যৌনক্ষুদায় উৎপীড়ন এতটাই বেড়ে গিয়েছিলো যে তার স্বামী সোজা গিয়ে পৌঁছান যৌনকর্মীর ঘরে।

আমেরিকার ফ্লোরিডার (Florida) ঘটনা এটি। বছরের ৩৪ পল টুরোভস্কি একজন ব্যবসায়ী। তিনি গত ১৫ জুলাই বিয়ে করেছেন। এরপর সম্প্রতি মধুচন্দ্রিমায় যান ট্যাম্পাতে। নববধূর সঙ্গে বেশ ভাল সময়ই কাটাচ্ছিলেন সেখানকার হোটেলে। কিন্তু স্ত্রী ঘুমিয়ে পড়তেই সাথে সাথে একঘেয়েমি কাটাতে অনলাইনে যৌনকর্মীর খোঁজ শুরু করেন পল। সাথে সাথে খোঁজও পেয়ে যান। এরপর সেই যৌনকর্মীর সঙ্গে স্ত্রীর ঘুমের সুযোগ নিয়েই দেখা করতে চলে যান তিনি। কিন্তু তাঁকে যোগাযোগ করা যে উদ্দেশ্যে, সেই যৌন চাহিদা পূরণ হল না। উপরন্তু তিনি পুলিশের হাতে ধরা পড়লেন।

কারণ এই বেআইনি দেহ ব্যবসার পর্দা ফাঁস করতে হাজির হয়েছিল পুলিশ ঠিক সেই সময়ই। তাই যৌনকর্মীর ঘরে ঢুকতেই পল দেখেন, সেখানে দাঁড়িয়ে পুলিশ। ফলে পুলিশি অভিযানে ধরা পড়ে যান পলও। মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীকে ফেলে অন্য নারীর সঙ্গ খুঁজতে যাওয়ার ‘শাস্তি’ যেন হাতেনাতে পেলেন তিনি। এর পরও তাঁদের বিয়ে টিকে আছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পুলিশের থেকে পাওয়া বয়ান অনুযায়ী , দেহ ব্যবসা, শিশুপাচার-সহ বিভিন্ন বেআইনি বিষয়ে তল্লাশি শুরু হয় গোপন সূত্রে খবর পেয়ে। মোট ১৭৬ জনকে ওই অভিযানে গ্রেপ্তার করা হয়। যাতে পলের নামও জড়িয়ে গেলো।

Related posts

লরি বা ট্রাকের পিছনে ‘হর্ন ওকে প্লিজ’ লেখা থাকে! এর পেছনের কারণ জানেন?

News Desk

‘নগ্ন ছবি পাঠান, না হলে বাড়ি পুড়িয়ে দেব..’, প্রতিবেশী মহিলাকে চিঠিতে লিখলেন ব্যক্তি

News Desk

টয়লেটে গিয়ে খেলেন বিষাক্ত সাপের ছোবল, যৌনাঙ্গে পচন থেকে ক্ষত ব্যক্তির! তারপর?

News Desk