Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নীল ছবির দর্শকরা বেশি ধার্মিক, মার্কিন গবেষণায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

আপনি প্রায়ই এমন লোকদের চিনবেন যারা নীলছবি অর্থাৎ পর্ন মুভি দেখেন, এবং পর্নে বেশ আসক্ত বলা চলে। আপনি যদি পর্ণ মুভি না দেখেন, তাহলে এই ধরনের লোকদের সম্পর্কে আপনার এমন ধারণা নিশ্চয় আছে যে, ‘এই লোকেরা ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং পর্ন দেখে ধর্মহীন কাজ করে।’

এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে কারণ একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ‘যারা সপ্তাহে একাধিকবার পর্ন দেখেন। তারা তাদের চেয়ে বেশি ধার্মিক যারা সপ্তাহে মাত্র একবার পর্ন দেখে।’

এই গবেষণা করেছেন এমন গবেষক বলেন, সম্ভবত এমনটা হতে পারে কারণ ‘এই ধরনের ব্যক্তিরা পর্ন দেখার পর নিজেদের দোষী মনে করেন এবং ধর্মীয় কাজের মাধ্যমে ঈশ্বরের কাছে নিজেদের পাপের ক্ষমা চান। ‘স্যামুয়েল পেরি, যিনি ১ হাজার ৩০০ জন আমেরিকানদের উপর সংগৃহীত ৬ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন, দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন যে ‘যারা বেশি পর্ন দেখে তাদের ধর্মীয় বিশ্বাস বেশি।’

যারা মাঝে মাঝে পর্ন মুভি দেখেন তাদের থেকে বেশি পর্ন দেখা দর্শকদের বেশি ধর্মচারণ করে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে যারা ২০০৬ সালে অন্যদের তুলনায় সপ্তাহে বেশি পর্ন সিনেমা দেখেছে তারা ২০১২ সাল অবধি পৌঁছতে পৌঁছতে বেশি ধার্মিক হয়েছে। আর যারা মাসে একবার পর্ন মুভি দেখেন তাদের ধর্ম ও প্রার্থনার প্রতি ঝোঁক তুলনায় কম এসেছে।

জার্নাল অফ সেক্স রিসার্চ-এ প্রকাশিত এই গবেষণা পত্রে সামনে এসেছে, ‘যারা কখনও পর্ন ফিল্ম দেখেননি তারা তাদের ধর্মের প্রতি বেশি আত্মবিশ্বাসী, এবং ধর্ম নিয়ে তাদের মনে কোনো সন্দেহ নেই।’

Related posts

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর ‘মিম’! গ্রেফতার নদীয়ার ইউটিউবার

News Desk

পঞ্চভূতে লীন হলেন বাপ্পি লাহিড়ী! মুখাগ্নি করার সময়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বাপ্পা

News Desk

সঙ্গমের আওয়াজে বিরক্তি, চিঠি লিখে অনুরোধ প্রতিবেশীর

News Desk