Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মহেশ ভাটের আসল নাম আসলাম! লজ্জা পান নাকি? প্রযোজককে ঘিরে প্রশ্ন কঙ্গনার

বলিউডের এক বিরাট নাম মহেশ ভট্ট। যিনি নিজের ধর্ম বদলেছিলেন দ্বিতীয়বার বিয়ের সময়। অথচ তিনি এখনো তার হিন্দু ধর্মের নাম ব্যবহার করে চলেছেন। এ ব্যাপারে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাওয়াত।

সময় টা ২০০৬ সাল। ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে মহেশ ভট্ট প্রযোজনায় বলিউডে হাতেখড়ি হয়েছিল কঙ্গনা রানাউতের। আর এরপর থেকেই এই প্রযোজককে ঘিরে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় এই অভিনেত্রীকে। গত রবিবারদিন আবারও এক বিতর্কিত মন্তব্য করলেন মহেশ ভট্ট কে নিয়ে। কঙ্গনা দাবী করেছেন যে মহেশের আসল নাম হল আসলাম। তাও এখনো তিনি তার অন্য নাম কেন ব্যবহার করছেন? এই প্রশ্নই তুলেছেন কঙ্গনা।

কিছু দৃশ্য শেয়ার করে কঙ্গনা নেটমাধ্যমে মহেশের এক পুরনো ভিডিয়ো থেকে স্ক্রিনশট নিয়ে, তারপর লিখেছেন, ‘চুপচাপ গল্প-কথার ছলেই মহেশজি হিংসার ইন্ধন দিচ্ছেন’। আর এক পুরনো এক ভিডিয়ো তার পর ভাগ করে নিয়ে নায়িকা-পরিচালক লিখেছেন, ‘তাঁর আসল নাম আমাকে বলা হয়েছিল আসলাম… দ্বিতীয় বার বিয়ে করার (সোনি রাজদানের সঙ্গে) জন্য তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন… কিন্তু এত সুন্দর নামটা, লুকোনোর প্রয়োজন কী ছিল’? কঙ্গনার অনুরাগীরা খুব ভালো মতই বুঝতে পেরেছেন কঙ্গনার ইঙ্গিত কোনদিকে। তিনি আসলে এটাই বলতে চেয়েছেন যে ধর্ম যখন পাল্টেছেন মহেশ তখন তার নতুন ধর্মের নাম ব্যবহার করাই উচিত। অন্য কোনও ধর্মের হয়ে বলার প্রয়োজন নেই।

তাঁর নিশানায় মহেশ এই প্রথম নয়। মেয়ে পূজা ভট্টের ছবি করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় নাকি ২০২০ সালে, কঙ্গনাকে অপমান করেছিলেন মহেশ। তিনি এদিন তা নিয়ে অভিযোগ করেন।

অভিনেত্রী ‘গ্যাংস্টার’ ছাড়াও আরও দুটি ছবি— ‘ওহ লমহে’ এবং ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’-এর জন্য মহেশের সঙ্গে কাজ করেছিলেন। এরপর অবশ্য তারা অন্য কোনও ছবিতে একসাথে আর কাজ করেননি।

কঙ্গনা বর্তমানে পরিচালনার কাজে ব্যস্ত। দেশের স্বাধীনতার ইতিহাস, জরুরি অবস্থা ‘ইমার্জেন্সি’ ছবিতে তুলে ধরবেন। তারই জোরদার প্রস্তুতি চলছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় সে ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, শ্রেয়স তালপাড়ে এবং মিলিন্দ সোমন।

Related posts

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে অবসাদগ্রস্ত ব্যবসায়ী, পাশে পড়ে রক্তমাখা বঁটি! ঘটনায় চাঞ্চল্য

News Desk

তাহলে কি মানুষ সত্যিই কিডনি বিক্রি করে আইফোন কিনছেন! সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে হৈচৈ

News Desk

সত্যতা লুকিয়ে বিয়ে করেছিল স্ত্রী! বিয়ের পর আসল সত্য সামনে আসতেই ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন ব্যক্তি

News Desk