সহ্য করার ক্ষমতা এখন আর মানুষের মধ্যে নেই। ছোটখাটো বিষয় নিয়ে হত্যার মত ঘটনা ঘটছে। এমনই একটি ঘটনা সামনে এসেছে রাজধানী নয়াদিল্লির মোহন গার্ডেন এলাকায়। তিরাঙ্গা চকে মোমোর প্লেট নিয়ে বিবাদ ঘিরে নির্মমভাবে খুন হলেন এক ব্যক্তি।
নয়াদিল্লির মোহন গার্ডেন এলাকায় দাঁড়িয়ে নকুল নামক এক ব্যক্তির সাথে মোমো খাচ্ছিলেন জিতেন্দ্র। সেই সময় এমন কিছু হয় যার জেরে মোমোগুলি পড়ে গেল। এর পর উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিবাদ বাড়লে নকুল জিতেন্দ্রকে ছুরি দিয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজমিস্ত্রির কাজ করা জিতেন্দ্র তার পরিবারের সঙ্গে তিরঙ্গা চকে থাকতেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে মারা গেছেন। শনিবার রাত আনুমানিক ৮.৪৫ নাগাদ জিতেন্দ্র তার সঙ্গী বীরেন্দ্রকে ফোন করে তিরঙ্গা চকে আসতে বলে। আগে বীরেন্দ্র ও জিতেন্দ্র দুজনেরই কাপড়ের দোকান ছিল। পরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন জিতেন্দ্র। জিতেন্দ্রের ডাকের পর বীরেন্দ্র তিরাঙ্গা চকে পৌঁছে যান। দুজনে কথা বলতে শুরু করলে তাদের পরিচিত নকুল সেখানে আসে। সেখানে মোমো খেতে শুরু করে নকুল।
এ সময় জিতেন্দ্রের হাত নকুল ধরে ফেলে এবং মোমো তার প্লেট থেকে পড়ে যায়। এতে মাতাল নকুল জিতেন্দ্রকে গালিগালাজ করতে থাকে। জিতেন্দ্রের প্রতিবাদ করায় নকুল তাঁকে মারধর শুরু করেন। এরপর নকুল পকেট থেকে ছুরি বের করে জিতেন্দ্রের ঘাড়ে ছুরিকাঘাত করে। এ হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নকুলকে এলাকা থেকেই গ্রেফতার করে।
আশ্চর্যের বিষয়, নকুল এবং জিতেন্দ্র একে অপরকে আগে থেকেই চিনতেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে রনহোলা থানার পুলিশ। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপানে ছিলেন। পুলিশ বিষয়টি তদন্তে ব্যস্ত।