যৌনতা নিয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চায়না। তবে যৌনতা কিন্তু মানুষের অন্য সব চাওয়ার মতই একটা চাওয়া। যেমন মানুষের খিদে পাওয়া, ঘুম পায় ঠিক তেমনই যৌনতাও একটি পাওয়ার মতই বিষয়। জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বটে যৌনতা। মানুষের সম্পর্কের রসায়ন স্বাভাবিক রাখে যৌনতা। অনেকের এমন ধারণা রয়েছে যে পুরুষের তুলনায় নারীদের যৌনতার ব্যাপারটা একটু জটিল । যদিও এটা আজকের ব্যাপার নয় নারীদের যৌনতার ব্যাপারে গবেষণা বহুকালের বহু বছর ধরেই সে ব্যাপারে মানুষ কৌতুহলী থেকেছে । বিভিন্ন যুগের বিভিন্ন গবেষণায় বিভিন্ন রকমের তথ্য উঠে এসেছে নারীদের যৌনতার ব্যাপারে।
অনেক গবেষণার অনেক তথ্য উঠে আসলেও সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে নারীর যৌনতার ব্যাপারে যা জানলে আপনি নিজেও অবাক হবেন আবার জ্ঞান অর্জন করতে পারবেন।
সুপার ড্রাগ নামের একটি অনলাইন সমীক্ষা সমর্থনকারীদের যৌনতার ব্যাপারে এক গবেষণা করেছিলেন এবং তাতে তারা যে তথ্য প্রকাশ করেছে তার সঙ্গে গত হকচকিয়ে যেতে পারেন আপনি । কোথায় বলা হয়েছে সপ্তাহের অঙ্কিত একটি দিনে নারীরা বেশ উত্তেজনা অনুভব করে। অন্যান্য দিনের তুলনায় সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার নারীদের যৌন ইচ্ছা প্রবল হয়ে দাঁড়ায়। শনিবার হলো সপ্তাহের শেষ দিন আর সপ্তাহের শেষ দিন মানিক ছুটির আমেজ যা সারা সপ্তাহের এত কষ্টের দিনগুলোর পর একটা মুক্তির দিন। প্রিয়জনের স্পর্শ পাওয়ার দুর্নিবার ইচ্ছে সারা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রমের পর ছুটির দিনগুলিতে বেশি সক্রিয় হয়ে ওঠে মহিলাদের মধ্যে। একটু নিশ্চিন্ত মানসিক শান্তি বোধ করেন মানুষ বিশেষ করে নারীরা সপ্তাহের শেষ দিন। কারণ যৌনতায় শারীরিক দিক এর পাশাপাশি মানসিক দিক ও যথেষ্ট গুরুত্বপূর্ণ।