Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাথরুম গেছিল মা , ফিরে দেখলেন হাসপাতাল বেডে নেই সদ্যোজাত, তারপর

মানুষ নিজের সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে, এতটাই ভালোবাসে যে তাঁকে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেও পারেননা।
কিন্তু যদি জন্মানোর পরই জানতে পারেন যে সন্তান হারিয়ে গেছে?
এমনটাই হয়েছে দুর্গাপুরে। এক সদ্যজাত শিশু হারিয়ে গেলো সরকারি হাসপাতাল থেকে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল এলাকায় এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সোমবার পাণ্ডবেশ্বর এলাকার গোসাঁইডাঙ্গা থেকে ভাদু সিং নামের এক মহিলা ভর্তি হয়েছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ওই মহিলাকে প্রসূতি বিভাগের ৪ নম্বর বেডে ভর্তি করা হয়। এদিন রাতেই তিনি এক পুত্র সন্তান জন্ম দেন। পরদিন অর্থাৎ মঙ্গলবার দুপুরের দিকে সন্তান কে হাসপাতালের বিছানায় রেখেই বাথরুমে যান তিনি। বাথরুম থেকে ফিরে আসার পর দেখেন যে সন্তান বিছানায় নেই।

দ্রুত কোভিড টেস্টই কি অতিরিক্ত চাপ কমানোর দাওয়াই? দিশা দেখাচ্ছে রেলের হাসপাতাল

সাথে সাথেই হতবাক হয়েছে চিন্তিত হয়ে পড়েন তিনি। সন্দেহ শুরু হয় তার মনে, ওই মহিলার দাবি, যখন ভর্তি হন সোমবার তখন আগবাড়িয়ে এক মহিলা তাঁকে হুইল চেয়ারে চাপিয়ে বেডে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনিই শিশুটিকে সম্ভবত চুরি করেছে।

এদিকে, এই ঘটনা ঘটার পরই সম্পূর্ণ ঘটনাটি জানানো হয় দুর্গাপুর টাউনশিপ থানায়। এরকম একটা ব্যস্ততম হাসপাতাল থেকে কি করে একটি সদ্যজাত শিশু উধাও হয়েছে যেতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন, তার পাশাপাশি এই ঘটনা নিয়ে দ্রুততার সাথে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্ত্রী ও প্রসূতি বিভাগেও এই নিয়ে তোলপাড় শুরু হয়, আতঙ্কের সৃষ্টি হয়। যদিও তাদের শিশু চুরির জন্য মহিলার পরিবারকেই হাসপাতালের সুপার ডা ধীমান মন্ডল দায়ি করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে দুর্গাপুর পুলিশ তদন্ত শুরু করেছে।

Related posts

দারিদ্রের তাড়নায় তিন মাসের দুধের শিশুকে বিক্রির অভিযোগ! গ্রেফতার বেহালার দম্পতি

News Desk

ঠিক ভাবে সেক্স করলে সঙ্গমের স্থায়িত্ব কতক্ষণ? কী বলছে এখনকার গবেষণা

News Desk

খিদের জ্বালায় পড়শীদের দোরে দোরে গিয়ে খাবার চায় দুই শিশু! তাই শিকলে বেঁধে রাখে বাবা মা

News Desk