মদ্যপান করা যাবে কি যাবে না টিকা নিলে, তা নিয়ে বেশ বিতর্ক চলছে। দেশে যবে থেকে টিকাকরণের কথা ঘোষণা করা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের জন্য, তবে থেকে এ নিয়ে আলোচনা আরও বেড়েছে মদ্যপ্রেমীদের মধ্যে। সময়ে মদ খাওয়া যাবে কিনা দুই ডোজের মধ্যেকার, দুটো ডোজ নেওয়ার কতদিন পর খাওয়া যাবে, এমন নানান প্রশ্ন রয়েছে। কিন্তু এ নিয়ে কোনও স্থির সিদ্ধান্ত দেয়নি কেউই। এক এক দেশের চিকিৎসা সংস্থা এক এক নিদান দিয়েছে।
আমেরিকা এবং ব্রিটেনের সরকারি জনস্বাস্থ্য সংস্থা কিন্তু কোনও বিধিনিষেধের কথা বলেনি মদ খাওয়া নিয়ে। ব্রিটেনের ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত এক সংস্থা বলেছে, এমন নয় টিকা নিয়ে মদ খাওয়া যাবে না। যেখানে এমন কোনও ঘটনা ঘটেনি টিকাপ্রাপ্ত ব্যক্তি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। যদিও ব্রিটেনেরই কিছু বিশেষজ্ঞ সুরাপান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাময়িকভাবে।
কিন্তু সাবধান করছেন বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে এক রাশিয়ান চিকিৎসক । তিন সপ্তাহ মদ্যপান নিষেধ করছেন তিনি টিকার দুই ডোজের মাঝে। আবার কেউ কেউ বলছেন, তিন দিন সমঝে চলতে টিকা নেওয়ার পর। তার পর খাওয়া যেতে।
এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক বিশেষজ্ঞই বলছেন, মদ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তাই টিকা নেওয়ার পর কিছুদিন বিরতি দেওয়াই ভাল। তা এক ডোজের পর হোক কিংবা দুই। তবে, আন্দাজে ভর করে কিছু করার চেয়ে চিকিতসকের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তা বলছেন সবাই।