Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৪ বছরে ৭ বার বিয়ে, বেছে বেছে বিশেষ ধরনের মহিলাদের টার্গেট করতো এই যুবক

এক অদ্ভুত ধরনের প্রতারণার উপায় বার করে নজির করল অন্ধ্রপ্রদেশের এক যুবক । বাবু ওরফে আদাপা শিবা ওরফে শঙ্কর বাবু নামের ওই যুবক এই কাজটি করেছে। বেশির ভাগ সময়ই তিনি ধ্বনি ও ডিভোর্সি মহিলাদের নিজের শিকার হিসেবে টার্গেট করতেন। নিজের কথার জালে এবং প্ল্যান দ্বারা তাদের রাজিও করিয়ে নিতেন। তারপর তাদের থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যান তিনি।

  তারপর আবার অন্য কোন ডিভোর্সি মহিলা কে টার্গেট করছেন । বছর চারেক এর মধ্যে সব মিলিয়ে মোট সাতজন মহিলাকে বিয়ে করেছেন তিনি। মহিলাদের মধ্যে প্রত্যেককেই উচ্চশিক্ষিত এবং ভালো জায়গায় কর্মরতা । অদ্ভুতভাবে ওই সাতজনের মধ্যে তিনজনই একে অপরের প্রতি বেশি । কিন্তু ওই যুবকের কাজ তারা একটুও বুঝতে পারেন এবং টেরও পান । যুবক নিজেকে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ এবং মন্ত্রীদের সাথে সম্পর্ক ভালো বলে পরিচয় দিতেন  ।

তারপরে জানা গেছে যে ওই যুবক তিনজন মহিলার সাথে আলাদা আলাদা সময়ে একই জায়গায় থাকতেন । তবে এখন তো আর খোঁজ পাওয়া যায় নি । সূত্র অনুযায়ী তিনি প্রথম বিএ ২০১৮ সালে করেছিলেন । সেই থেকেই শুরু তার। তারপরে আর থেমে থাকেননি তিনি, নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতেন মহিলাদের সামনে। বিবাহ সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে তিনি তাদের সাথে যোগাযোগ করতেন । তার সাথে তার নাকি ঘুমিয়ে থাকেন এমনটাও তিনি বলেছেন। মাস গেলে লাখ দুইয়েক টাকা মাইনে পান বলে দাবি করেছেন ওই মহিলাদের কাছে।

এমনকি ওই ধনী পরিবারের ডিভোর্সি মহিলা দের বিয়ে করতে অনেক অনেক টাকা পন হিসেবেও নিয়েছিলেন তিনি। এরপরে আবার আরও একজনের সাথে সম্পর্কে থেকে তার সাথে একই কাজ করেছেন তিনি। তার নামে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলারা অন্ধ্রপ্রদেশের একাধিক থানায়।

Related posts

গর্ভবতী ছাগলের উপর অত্যাচার ৩ যুবকের! যৌন লালসার তাড়নায় ঘটালেন নৃশংস কান্ড

News Desk

সকাল থেকে ‘রান্নাঘরে’র সুদীপার প্রোফাইল জুড়ে একের পর এক নগ্ন অশ্লীল ছবি! কী হল হঠাৎ

News Desk

খোদ কলকাতার বুকে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে মৃত্যু যুবকের: মর্মান্তিক ঘটনার সাক্ষী শহর

News Desk