Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এক বাইকে সওয়ার সাতজন, ট্রাফিক পুলিশ আটকাতেই যে উত্তর দিল শুনে হাঁ পুলিশও

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বাইকে করে যাত্রা করছে মোট ৭ জন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বাইক আরোহীকে থামিয়ে জিজ্ঞেস করেন তারা এইভাবে কোথায় যাচ্ছেন? তাতে তারা যে উত্তর দিল শুনে হতবাক পুলিশও!

এক অটোতে বসে থাকা ২৭ জন যাত্রীর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার আউরাইয়ায় বাইকে বসা সাতজনকে আটকাল পুলিশ। এদের ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রাফিক পুলিশ বাইকে থাকা সাতজনকে একসাথে বসতে দেখে জিজ্ঞাসা করলে সবাই একসাথে বলে… স্যার, আমরা আইসক্রিম খেতে বেরিয়েছি। এতে উপস্থিত সকলেই হেসে ফেলে। পুলিশ বাইকের চালান কাটে এবং বাইক চালানো যুবককে এমনটা আর না করার নির্দেশ দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট শিশুরা বাইকের সামনে ও পেছনে বসে আছে। এক্ষেত্রে ছোটখাটো অবহেলা যে বড় দুর্ঘটনা ঘটাতে পারে তা সবারই জানা। সাধারণত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সময়ে সময়ে জনগণকে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়, এর পেছনেও প্রচুর অর্থ ব্যয় করা হয়। তা সত্ত্বেও মানুষ নির্ভয়ে ট্রাফিক নিয়ম ভঙ্গ করে গর্ববোধ করে।

ট্রাফিক নিয়ম অনুযায়ী বাইকে মাত্র দুজন বসতে পারবেন। এছাড়াও উভয়কেই হেলমেটও পরতে হবে। কিন্তু বাইকে ৭ জনকে বসিয়ে সব সীমা অতিক্রম করে ফেললেন এই ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বাইক আরোহীকে জিজ্ঞেস করেন এতো ঝুঁকি নিয়ে কোথায় যাচ্ছেন? সে খুব খুশি হয়ে বলল আইসক্রিম খেতে যাচ্ছে।

সম্প্রতি, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ফতেপুরের বিন্দকি শহর থেকে। যেখানে একটি অটোতে ২৭ জন যাত্রী উঠেছিল, যার মধ্যে ১২ জন শিশু ছিল। অটোতে কত লোক বসেছে তা দেখে পুলিশও বিস্মিত। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পুলিশ অটোটি আটক করে। পুলিশ যাত্রীদের অন্য গাড়িতে করে পাঠায়। চালকের লাইসেন্স বাতিল করার জন্য আবেদন হয়েছে।

এই বিষয়ে আউরাইয়া পুলিশ সুপার চারু নিগম বলেছেন যে বিষয়টি নজরে এসেছে। এক ব্যক্তি তার পরিবারের ছয় সন্তানকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন। এতে তার চালান কাটা হয়েছে। এ ধরনের বিষয়ে ব্যাখ্যার পাশাপাশি জনগণকেও সচেতন করা হবে। যেকোনো দুর্ঘটনার শিকার হতে পারে ছোট শিশুরা।

Related posts

পারিবারিক অশান্তির জের! দক্ষিণেশ্বর গামী চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের

News Desk

ত্বকের জেল্লা কমে গেছে? গালে চড় মারলেই ফিরবে হারানো জেল্লা! জানালেন রূপচর্চা বিশেষজ্ঞরা

News Desk

জলের জায়গায় রাখা হল স্যানিটাইজার, খেয়েও ফেললেন কয়েকজন পড়ুয়া, তারপর!!

News Desk