Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাওবাদী দমনে বড়সড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের, এনকাউন্টারে খতম ১৩ মাওবাদী

মাওবাদী দমনে মহারাষ্ট্র (Maharashtra) পুলিশ বড়সড় সাফল্য পেল। মৃত্যু ১৩ জন মাওবাদীর এনকাউন্টারে। তাদের দেহগুলি উদ্ধার করা হয়েছে মহারাষ্ট্রের গড়চিরোলির ইটাপালির জঙ্গল থেকে । অভিযান এখনও জারি বলে সূত্রের খবর।

মাওবাদী দমনে বড়সড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের, এনকাউন্টারে খতম ১৩ মাওবাদী

জানা গিয়েছে, শুক্রবার সকালে মাওবাদীরা গা ঢাকা দিয়েছে ইটাপোলির পায়দি-কোটমি জঙ্গলে বলেই খবর পায় মহারাষ্ট্র পুলিশ। ওই জঙ্গলে তাদের গোপন বৈঠক করার কথাও ছিল। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ জঙ্গলে হানা দেয় । তুমুল অভিযান এরপরই শুরু হয়।একে অপরের দিকে দু’পক্ষই গোলা গুলি ছুঁড়তে শুরু করে। ৬জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয় বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলার পর।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত জঙ্গল থেকে পাওয়া গিয়েছে মোট ১৩ জনের দেহ। পুলিশের তরফে ডিআইজি সন্দীপ পাতিল জানিয়েছেন, এদিন দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয় সকাল থেকেই। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ১৩ জন মাওবাদীর (Naxal) মৃত দেহ পাওয়া গিয়েছে। মৃত্যু হতে পারে আরও অনেকেরই বলেই মনে করা হচ্ছে। বড়সড় সাফল্য এটা মহারাষ্ট্র পুলিশের।


ওই এলাকা আপাতত ঘিরে রাখা হয়েছে। ঠিক সপ্তাহখানেক আগেও একইভাবে গুলির লড়াই হয় মহারাষ্ট্রের গড়চিরোলিতে। পুলিশ খবর পায় ওই জঙ্গলে গা ঢাকা দিয়েছে কমপক্ষে ২৫ জন মাওবাদী। তারপরই গুলির লড়াই শুরু হয়। পরে ২জন নকশালের মৃত দেহ উদ্ধার হয় ওই জঙ্গল থেকে । তার মধ্যে মহিলাও ছিল একজন ।

Related posts

এক যুবক রাজমা ঢুকিয়েছিলেন নিজের গোপনাঙ্গে, কারন যৌনসুখ পেতে চেয়েছিলেন, এতেই যত বিপত্তি !

News Desk

দক্ষিণ ভারতের এই আশ্চর্য গ্রামে আজও সকলে খালি পায় হাঁটেন ! জানেন কেন

News Desk

চাইলে স্বামী তার বান্ধবীকে গর্ভবতী করতে পারেন! স্ত্রীর এমন বয়ানের কারণ শুনে তাজ্জব নেটিজনরা

News Desk