Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোভিড ভ্যাকসিনের টোকেন বিক্রি চড়া দামে, ধুন্ধুমার জলপাইগুড়ি

ভ্যাকসিন নেওয়ার লাইন দিতেও গুনতে হচ্ছে টাকা। কেন না ভ্যাকসিনের লাইনেও সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। এই দালাল চক্র ঘিরে ধুন্ধুমার ঘটে জলপাইগুড়ির ফার্মেসি কলেজে।

কোভীডে মৃদু উপসর্গ? অবহেলা করবেন না। ডেকে আনতে পারে বড় বিপদ
microscopic magnification of coronavirus that causes flu and chronic pneumonia leading to death. 3D rendering

জলপাইগুড়ির ফার্মেসি কলেজে কোভিড ভ্যাকসিন নিতে আসা বেশ কিছু মানুষ দাবি করে, সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছি। ভ্যাকসিন নেওয়ার যে লিস্ট রয়েছে তাতে নামও লিখিয়েছি কিন্তু আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এই নিয়ে উত্তেজনা চরমে ওঠে। বিক্ষোভ কারীরা আটকে রাখেন, ঘেরাও করেন স্বাস্থ্যকর্মীদের। পরে পুলিশ এসে এই পরিস্থিতি সামাল দেয়।

কোভিড ভ্যাকসিন (Covid vaccine) দেওয়া নিয়ে হওয়া গন্ডগোল প্রসঙ্গে জলপাইগুড়ির জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ-৩ শঙ্করলাল ঘোষ জানা , ভ্যাকসিন নিতে আসা লোকজন একটি লাইনের লিস্ট বানিয়েছিল। সেই লিস্ট আমরা মেনে নেইনি। যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল তাদেরই টোকেন দেওয়া হয়েছে। কিন্তু যারা লাইনের লিস্ট বানিয়েছিল তারা বলছে, আমদের লিস্টে নাম আছে তাহলে কেন ভ্যাকসিন পাব না।

শঙ্করলাল ঘোষ জানা আরও বলেন, আসলে এইখানে ভ্যাকসিন দেওয়া কে কেন্দ্র করে একটা দালালচক্র সক্রিয় হয়েছে। কিছু লোক ভ্যাকসিন দেওয়ার টোকেন তুলে তা ৫০০ টাকা করে বিক্রি করেছে। গন্ডগোল হওয়ার সময়ও সেরকম কিছু লোক এখানেই রয়েছে। তাই লাইন দিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরই ভ্যাকসিন দেওয়ার টোকেন দেওয়া হয়েছে। কোনো খাতায় নাম আছে বা নামের কোনো লিস্টে নাম আছে ইত্যাদি কথার কোনও অর্থই হয় না। যারা লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদেরই কোভিড ভ্যাকসিন দেওয়ার টোকেন দেওয়া হচ্ছে।

Related posts

‘বদলি চাইলে বউকে পাঠান’,JE’র হেনস্থা সইতে না পেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন লাইন্সম্যান

News Desk

মনস্কামনা পূর্ণ করতে টানা ১৬টি শুক্রবার পালন করুন এই দেবীর ব্রত! জানুন ব্রত পালনের পদ্ধতি

News Desk

শ্রীরামপুরের গঙ্গায় ৭ কেজি ওজনের পাথর ভাসছে জলে! হতবাক স্থানীয়রা, সত্যিটা কি?

News Desk