Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সামান্য রসমালাই নিয়ে বিয়েবাড়িতে তুমুল অশান্তি! ডাকতে হলো পুলিশ, ঘটনাটা কি?

বাড়ির মেয়ের বিয়ে। সেই ঘিরে আনন্দ উৎসাহের অন্ত ছিল না বাড়িতে। আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা সকলে মিলে বাড়ী গমগম করছিল। হবু কনে দুই হাত মেহেন্দিতে রাঙ্গিয়ে অপেক্ষা করছিল কনে হিসেবে সাতপাকে ঘোরার। বিয়ের দিন বরযাত্রীর শোভাযাত্রাও যথাসময়ে পৌঁছে যায়। বরযাত্রীদের সাদরে স্বাগত জানায় মেয়ের পরিবারের লোকজন। কিন্তু আনন্দমুখর এই বিয়ে বাড়িতে গন্ডগোল বাঁধে সামান্য রসমালাই কে ঘিরে। বরের সাথে বিয়েতে আসা বরের কিছু বন্ধুবান্ধব ও আত্মীয়রা মদ খেয়ে বারবার রসমালাই দাবি করছিল। কিন্তু যেহেতু তাদের রসমালাই দেওয়া যায়নি সেই বিবাদ এতটাই বেড়ে যায় যে বিয়েটাই পন্ড হয়ে যায়।

Up teacher arrested for smashing students face with cake

এটি উত্তরপ্রদেশের সম্বল জেলার ঘটনা। এখানে একটি গ্রামে বর ও কনে পক্ষের মধ্যে এত গন্ডগোল হয়েছিল যে বিয়ে ভেঙে যায়। অবশ্য কনের পক্ষ থানায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলে পরদিন বিয়ে হয়।

১৫ জুন অর্থাৎ বুধবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। কনে পক্ষের পক্ষ থেকে বরযাত্রীদের খাওয়া-দাওয়া থেকে আতিথেয়তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু রসমালাই না পাওয়ায় বিবাদ এতটাই বেড়ে যায় যে কনের সাথে বিয়ে না দিয়েই বর কে নিয়ে বরযাত্রীর দল ফেরার জন্য রওনা দিয়ে দেয়।

এতে স্বাভাবিক ভাবেই কনের পরিবারের ক্ষোভ বাড়তে থাকে। কনের পক্ষ থেকে থানায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় সেই দিনই। এরপর দ্বিতীয় দিন ১৬ জুন বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে কথাবার্তা হয় এবং কিছু মীমাংসা হয়। আবার উভয় পরিবার মিলে একটি অসম্পূর্ণ বিয়েকে সম্পূর্ন করে এবং কনে কে নিয়ে শেষমেষ বর ফেরে।

Related posts

ছাত্রীদের অন্তর্বাস, লেগিংস খোলার নির্দেশ প্রধান শিক্ষকের! ক্ষোভে উত্তাল আসানসোলের স্কুল

News Desk

সাড়ে সাত বছর ধরে চলা শনির সাড়ে সাতি দশা আসলে কী? কি প্রভাব ফেলে এটি আপনার জীবনে?

News Desk

দেড় বছর ধরে গঙ্গাজল দিয়ে মৃত স্বামীর দেহ পরিষ্কার করতো শ্বশুর শাশুড়ি! বিস্ফোরক স্ত্রী

News Desk