Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এবার করোনা পরীক্ষা ঘরে বসেই করিয়ে ফেলুন, ICMR নয়া কিটে ছাড়পত্র দিল

Covid পজিটিভ কি আপনি? জানতে করোনা পরীক্ষা এবার বাড়িতে বসেই করে ফেলতে পারবেন। বুধবার ছাড়পত্র দিল ICMR পুণের (Pune) মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড নামে সংস্থার তৈরি টেস্ট কিটে। দাম পড়বে মাত্র ২৫০ টাকা বাড়িতেই করোনা পরীক্ষার (Corona Test) এই কিটের। আর রিপোর্ট নেগেটিভ না পজিটিভ ১৫ মিনিটের মধ্যেই জানতে পারবেন।

এবার করোনা পরীক্ষা ঘরে বসেই করিয়ে ফেলুন, ICMR নয়া কিটে ছাড়পত্র দিল

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) তরফে জানানো হয়েছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে সেই টেস্ট কিটের মাধ্যমে । যা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র করোনার উপসর্গযুক্ত ব্যক্তি বা অতি সম্প্রতি করোনায় আক্রান্তের সংস্পর্শে আসা মানুষরা। তবে যথেচ্ছ পরীক্ষা করা যাবে না এই কিটের মাধ্যমে। পাশাপাশি তাঁদের আর পুনরায় টেস্ট করার প্রয়োজন নেই যাঁদের রিপোর্ট পজিটিভ আসছে,। তাঁরা আইসিএমআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে বাড়িতেই নিভৃতাবাসে থাকবেন।

মাইল্যাব ডিসকভারি সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল জানিয়েছেন, সেই কিট বাজারে চলে আসবে এক সপ্তাহের মধ্যে । তাঁর কথায়, ‘আমাদের পাঁচ মাস সময় লেগেছে এই কিট পুরোপুরি তৈরি করতে । প্রতি কিটের দাম ধার্য করা হয়েছে ২৫০ টাকা কর যুক্ত করে। এমন কিট তৈরি করা হয়েছে, যাতে সহজেই সেটি ব্যবহার করা যায় এবং তা জৈববর্জ্য নয়। একটি ডিসপোজাল ব্যাগও আছে ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য। এই টেস্টের পর ব্যক্তি পজিটিভ হলে পাঁচ মিনিটে টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। আর সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগবে ফলাফল নেগেটিভ থাকলে।’ তবে এর পাশাপাশি আইসিএমআরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই র‍্যাট টেস্ট নেগেটিভ এলে উপসর্গযুক্ত ব্যক্তিকে তখন RT-PCR টেস্ট করাতে হবে।

কিন্তু বাড়িতে বসে কীভাবে করাবেন পরীক্ষা?

এবার করোনা পরীক্ষা ঘরে বসেই করিয়ে ফেলুন, ICMR নয়া কিটে ছাড়পত্র দিল

একটি টিউব, নাক থেকে সোয়াব সংগ্রহ করার স্টিক, একটি টেস্ট কার্ড এবং জৈববর্জ্য ব্যাগ থাকবে এই করোনা পরীক্ষার কিটে। যাঁরা সেই টেস্টকিট ব্যবহার করবেন, তাঁদের ‘ম্যাইল্যাব কোভিসেলফ’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ম্যানুয়ালে জানানো হয়েছে, যতক্ষণ না বাধার সম্মুখীন হচ্ছেন, ততক্ষণ স্টিক ঢোকাতে হবে নাকে দুই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত সোয়াব সংগ্রহ করতে । দুটি নাকেই তা পাঁচবার ঘোরাতে হবে। তারপর তা টিউবের মধ্যে দিতে হবে এবং ভেঙে ফেলতে হবে বাকি সোয়াবটা। সেইসঙ্গে টিউবের মুখ বন্ধ করে দিতে হবে। টিউব চেপে ধরে টেস্ট কার্ডে পরপর দু’ফোঁটা ফেলতে হবে। ১৫ মিনিটে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। তবে ২০ মিনিট পরও ফলাফল না হলে সেই পরীক্ষা বাতিল করে দিতে হবে।

টেস্ট কার্ডে দুটি অংশ থাকে – কন্ট্রোল সেকশন এবং টেস্ট সেকশন। যদি শুধুমাত্র কন্ট্রোল সেকশন ‘সি’-তে কোনও বার দেখা যায়, তাহলে টেস্টের ফল নেগেটিভ হবে। আর যদি কন্ট্রোল সেকশন এবং টেস্ট সেকশনে বার দেখা যায়, তাহলে রিপোর্ট পজিটিভ হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। ম্যানুয়ালে জানানো হয়েছে, মোবাইল ফোনের ক্যামেরার নিচে সেই কার্ড রাখতে হবে। তাহলে সেই রিপোর্ট পড়ে নেবে অ্যাপটি এবং সেইমতো রিপোর্ট আপলোড করবে। যা সরাসরি জমা পড়ে যাবে আইসিএমআর-এর ডেটাব্যাংকে।

Related posts

ওমিক্রনে শিশুরা আক্রান্ত কীনা বুঝবেন কীভাবে? জানালেন বিশেষজ্ঞরা! নজরে রাখুন এই লক্ষণগুলি

News Desk

লজ্জাজনক! নববধূ নাকি কুমারীত্ব প্রমাণে ব্যর্থ, মারধর করে তাড়িয়ে দিল শ্বশুরবাড়ির লোক

News Desk

যীশু খ্রীষ্ট কি সত্যিই কাশ্মীরে দেহ রেখেছিলেন? বিতর্কিত রোজাবলের সমাধি আসলে কার?

News Desk