Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মেয়েকে খুন করেছে, সন্দেহ ছিল বাবা মা এর! অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

সন্তানের বিয়োগ যে কোনো বাবা মায়ের জন্য সবচেয়ে দুঃখের ঘটনা। বিশেষত এর কারণ যদি হয় পরিচিত কেউ। বিনা কারণে কারো নির্মমতার কারণে কারো সন্তানকে পৃথিবীর আলো ত্যাগ করতে হলে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। আর সন্তানের বিপদ কার থেকে সেই কথা বাবা মা ই সব থেকে ভালো বুঝতে পারে। এই কথা আরেকবার প্রমাণিত হলো উত্তরপ্রদেশের এই ঘটনা থেকে।

উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় পুলিশ খুনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের স্টেটমেন্টে জানিয়েছে, পুরনো শত্রুতার জের ধরে ১৬ বছর বয়সী এক তরুণীকে খুন করা হয়েছে। সব চেয়ে চমকপ্রদ ও মর্মান্তিক বিষয় অপহরণ ও হত্যার অভিযোগে নিহত তরুণীর স্বজনরাই খুনি বলে প্রমাণিত হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে মেয়েটিকে অপহরণ করে, এবং পরে হত্যা করে। খুনের পর মেয়েটির মৃতদেহ একটি কুয়োতে ফেলে দেয়।

প্রসঙ্গত আমরা আপনাকে জানিয়ে রাখি, গোপীগঞ্জ থানা এলাকার শিখাপুর গ্রামের শশীকলা ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মলত্যাগের জন্য বের হয়ে বাড়ি ফেরেননি। রাতেই স্বজনরা থানায় খবর দিলেও মামলা দায়ের হয়নি। পরিবারের সদস্যরা জানায়, অনেক চেষ্টার পর গত ১৬ই মে মামলা দায়ের করে পুলিশ। এরপর ২৭ মে একটি কুয়ো থেকে তাদের মেয়ের লাশ উদ্ধার করা হয়।

ওই গ্রামের বিষ্ণু ও প্রদীপ নামে যুবকের ওপর প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন নিহত তরুণীর স্বজনরা। দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। দুজনেই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। এ ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ ভারতী বলেন, পুলিশ সব প্রমাণের ভিত্তিতেই খুন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। দুজনকেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related posts

চাকরি কথা বলে অফিসে ডাকলো স্বামীর বিশ্বস্ত বন্ধু! পৌঁছতেই যা ঘটে গেল গৃহবধূর সাথে

News Desk

শ্যালিকার কাছে ফোনে চুমু চাইলো জামাইবাবু! উপযুক্ত শিক্ষা দিতে অভিনব উপায় শালীর

News Desk

জেলেই থাকতে চেয়ে আবেদন! বেরোতে চান না বাইরে! কিসের ভয় পাচ্ছে অর্পিতা মুখার্জি!

News Desk