Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১০ কেজি ওজনের বৃহৎ স্তনের কারণে প্লেন থেকেই নামিয়ে দেওয়া হলো! চাঞ্চল্যকর দাবি মডেলের

নেট দুনিয়ার বিখ্যাত তারকা, পেশায় মডেল মেরি ম্যাগডালিন নিজেই জানিয়েছেন তাঁর শরীরের আকার নিয়ে আপত্তির কারণে একদিন বিমান থেকে তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয়। এখানে বলে রাখা ভালো যে মেরি সম্পূর্ণরূপে প্লাস্টিক সার্জারির প্রচন্ড ভক্ত। বহুবার তিনি প্লাস্টিক সার্জারির সাহায্যে নিজের শরীরের বিভিন্ন অঙ্গকে লাস্যময়ী করে তুলেছে। এই মুহূর্তে মেরির স্তনের আকার এতটাই বড় যে তার ওজন প্রায় ১০ কেজি!

একসময় মেরি আমেরিকার ডালাস যাওয়ার জন্য কানাডার টরোন্টো থেকে বিমান যাত্রা করতে বিমানে উঠেছিলেন। পোশাক হিসেবে সেই বিমান যাত্রাতে তিনি স্পোর্টস ব্রা আর লেগিংস পড়েছিলেন। তার কথায় , স্পোর্টস ব্রায়ে তার বৃহৎ স্তন দেখে আপত্তিকর লেগেছিলো বিমান সংস্থার। বিমান ছাড়ার আগে কেনো বিমানসেবিকার নির্দেশ না শুনে কানে হেডফোন লাগিয়ে বসেছিলেন মেরি, সেই অজুহাতে তাকে নেমে যেতে বলা হয়েছে। যদিও মেরি নিশ্চিত, তারা চেহারার কারণেই এমন সিদ্ধান্ত।

মেরি জানিয়েছেন, এই ঘটনায় তিনি খুবই অপমানিত হয়েছেন। সেই কারণেই তিনি ঠিক করেছেন, বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করবেন। মেরি ইনস্টাগ্রামে ঘটনাটি জানিয়ে পোস্ট করেন। পাশাপাশি জানান, কারো চেহারার জন্য পক্ষপাত অত্যন্ত অপমানজনক। তিনি লেখেন, ‘রোগা-পাতলা ছোট স্তনের কোনও মেয়ে যদি লেগিংস আর স্পোর্টস ব্রা পরে থাকত, তা হলে তার সঙ্গে এমনটা হতো না।

তিনি জানিয়েছেন, এই ঘটনায় তিনি খুবই অপমানিত হয়েছেন। সেই কারণেই তিনি ঠিক করেছেন, বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করবেন। যদিও বিমান সংস্থার নাম তিনি উল্লেখ করেননি। কোনো রকম আইনি পদক্ষেপ করেছেন বলেও এখনো জানা যায়নি।

তথ্যসূত্র: আনন্দবাজার

Related posts

৪ ভাই মিলে বিয়ে করলেন একজন মহিলাকে! স্ত্রীয়ের সন্তানের বাবা কে তা নিয়ে তুলকালাম

News Desk

বুস্টার ডোজ সহ দুটি ভ্যাকসিন নেওয়া তবুও ওমিক্রন ছাড়লো না এক ব্যক্তিকে

News Desk

দিঘার সৈকতে ভেসে এল মৃত হাজার হাজার মাছের মতন দেখতে প্রাণী , কোথা থেকে এলো? উত্তেজনা এলাকায়

News Desk