Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

২ জোড়া চটি ও গাড়ী মোছার কাপড় চুরি! পুলিশের কাছে পৌঁছে খোঁজার দাবী করলেন যুবক

চুরি ডাকাতির ঘটনায় পুলিশের কাছে ঘটনার অভিযোগ পৌঁছবে এটাই স্বাভাবিক। কিন্তু ছোটখাটো সামান্য জিনিস খোয়া গেলে তাই নিয়ে পুলিশের কাছে ডায়েরি করার কথা কি কেউ ভাবে? কিন্তু এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে নিজের চটি আর মোছামুছির কাপড় খুঁজে দিতে পুলিশের কাছে গেছেন এক যুবক।

চপ্পল চুরির এই অভিনব ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি থানায়। শহরের এক যুবক পুলিশের কাছে পৌঁছে ডায়েরি করে অভিযোগ জানিয়ে বলেন, তার বাড়ির দরজা থেকে তার দুই জোড়া চপ্পল চুরি হয়ে গেছে। শুধু তাই নয় যুবক জানান, চপ্পল ছাড়াও গাড়ি পরিষ্কারের জন্য ব্যবহৃত কাপড় টাও নাকি চুরি হয়েছে। এ ঘটনায় ওই যুবকের কাছ থেকে লিখিত আবেদন নিয়েছে পুলিশ।

সূত্র অনুযায়ী, রংনাথ থানা এলাকার গান্ধী নগর অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বসবাসকারী ৩০ বছর বয়সী অতুল কুমার গুপ্ত বৃহস্পতিবার বিকেলে রংনাথ নগর থানায় পৌঁছান। থানায় চপ্পল চুরির অভিযোগ করেছেন অতুল গুপ্ত। যুবক রংনাথ নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান, ১৯ মে রাতে তার বাসা থেকে দরজার বাইরে রাখা ৬ ও ৭ নম্বর দুই জোড়া চপ্পল চুরি হয়। এই কারণে যুবক থানায় এসে ডাইরি করেছে।

ওই যুবক অভিযোগে বলেন, চপ্পলের পাশাপাশি গাড়ি পরিষ্কার করার কাপড়ও নিয়ে গেছে চোর। চপ্পল চুরির অভিযোগ কেউ থানায় জানাতে এসেছে দেখেশুনে পুলিশও অবাক। এমন মামলা নথিভুক্ত করা উচিত হবে কি না তাই নিয়ে দীর্ঘ সময় কিছুটা দ্বিধাবোধ এর মধ্যে ছিল পুলিশ। এদিকে চপ্পল চুরির মামলা দায়েরের ব্যাপারেও যুবক অনড় ছিল। অবশেষে যুবকের লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ। অবশ্য জানা যায়নি যুবকের চপ্পল খুজে দেবার তদন্ত পুলিশের কত দূরে এগোলো। কিন্তু এই চুরির ঘটনা যে চাঞ্চল্য সৃষ্টি করেছে সে কথা বলাই বাহুল্য।

Related posts

ওমিক্রনকে আটকাতে ভরসা করা যাবে না কাপড়ের মাস্ক কে! কেন এমন কথা বলছেন বিশেষজ্ঞরা

News Desk

ফুলশয্যার রাতের অভিজ্ঞতা তিক্ত করতে পারে পুরুষদের এই ৫টি ভুল! জানেন কি কি?

News Desk

ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করাতে চুরি ১০ লক্ষ টাকার গয়না! ধৃত বাড়ির পুরনো পরিচারিকা

News Desk