Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সিংয়ের গুঁতো খেয়ে মৃত! আদালতে বিচারে দোষী সাব্যস্ত ভেড়া! জানেন কি শাস্তি শোনানো হলো?

অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে এমনটাই আইন পৃথিবীর প্রায় সমস্ত দেশেই। তবে সেই অপরাধের মান কতটা গুরুতর তাঁর উপর নির্ভর করে শাস্তির মান কতটা কঠিন হবে। বেশিরভাগ মানুষ অপরাধ করে শাস্তি পেয়েছেন। গুরুতর অপরাধের জন্য তেমনই কঠিন শাস্তি পাওয়ারও নজির রয়েছে পৃথিবীর বুকে। তবে কখনও শুনেছেন কি যে কোনও পশু শাস্তি পেয়েছেন?

হ্যাঁ ঠিকই শুনছেন, এক ভেড়ার শাস্তি হয়েছে, তাঁর অপরাধ যে তিনি একজন বৃদ্ধাকে হত্যা করেছেন, আর সেই বৃদ্ধাকে ‘হত্যা’র কারণে এই ভেড়াটি দোষী সাব্যস্ত হল। অপরাধের শাস্তি হিসেবে বছর তিনেকের জন্য আদালত থেকে পশুটিকে কারাদণ্ড দেওয়া হল। পাশাপাশি শাস্তি পেলেন পশুপালক নিজেও। আফ্রিকার মহাদেশের দক্ষিণ সুদানে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে।

সেখানকার এক সংবাদ মাধ্যম সূত্রে খবর , এই মাসের শুরুর দিকে এক দুর্ঘটনার মধ্যে পড়েন অ্যাডিউ চাপিং। এক ভেড়া বছর ৪৫ এর ওই বৃদ্ধাকে হামলা করেন। তাঁকে সিং দিয়ে গুঁতিয়ে রাস্তার উপর আছড়ে ফেলে দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই প্রচুর রক্তক্ষরণ হয়ে ওই প্রৌঢ়ার মৃত্যু হয়।

এর পরই পুলিশ ওই ভেড়াকে গ্রেফতার করে। এমনকি এই মামলা আদালতে ওঠে। ওই ভেড়াটিকে মালেং আগোক পায়েম নামে একটি থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে আদালতে তোলা হয়।

আদালতের থেকে পর্যবেক্ষণ করে বলা হয় যে , ওই মহিলা নির্দোষ ছিলেন। মহিলাকে বিনা কারণে আক্রমণ করে ওই ভেড়াটি। তাই শাস্তি পাওয়ার যোগ্য সে। এর পর বছর তিনেকের কারাদণ্ড দেয় আদালত ওই ভেড়াটিকে। শুধু তাই নয়, একটি নির্দেশ দিয়েছে আদালত ওই ভেড়ার মালিককেও। তাঁকে মৃতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে পাঁচটি গরু।

Related posts

পাশাপাশি বাড়ী দুজনের! সৌরভ ডোনার লাভ স্টোরি হার মানাবে সিনেমার গল্পকেও

News Desk

আশ্চর্য: কেন এই গ্রামে শুধু মেয়েরাই জন্মায়? রহস্যের সমাধান করতে ব্যর্থ বিজ্ঞানীরাও

News Desk

OMG! হাফ ডজন আরোহী নিয়ে বাইক চালাচ্ছে চালক, পুলিশের চোখে পড়তেই যা হলো

News Desk