Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মহিলার যৌনাঙ্গে কন্ডোম! আর তার ভেতরে.. তল্লাশি নিতে গিয়ে চোখ ছানাবড়া সুরক্ষাকর্মীদের

উন্নত দেশ আমেরিকায় সাম্প্রতিক কালে ঘটে যাওয়া এক ঘটনা রীতিমতো হকচকিয়ে দিয়েছে সেখানকার তদন্তকারীদের। এক মহিলা কন্ডোমের মধ্যে ড্রাগ ভরে তা নিজের গোপনাঙ্গে রেখে দিব্যি ড্রাগ পাচার করছিলেন। আর এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো হতবাক সেখানকার তদন্তকারী দল। সম্প্রতি এক আধিকারিক U S Customs and Border Protection দফতরের তরফে জানান যে, বছর ৪০ এর ওই মহিলা একজন মার্কিন নাগরিক। US -মেক্সিকো সীমানা থেকে তিনি ধরা পড়েছেন। CBP অফিসার জানিয়েছেন , কমপক্ষে ১৯.১৭ পাউন্ড কোকেন উদ্ধার হয়েছে ওই মহিলার থেকে। বছর ৪০ এর ওই আমেরিকান মহিলা সীমানা পারাপারের সময় ধরা পড়েছেন। তাঁর তল্লাশি চালায় সেখানকার সুরক্ষা কর্মীরা। তখন ওই মহিলার তল্লাশি নেওয়ার সময় তাঁর আচরণ দেখে সন্দেহ হয় ওই সুরক্ষা কর্মীদের।

সূত্রের খবর যে , ওই মহিলা নিজের যৌনাঙ্গের মধ্যে কোকেন ভর্তি কন্ডোম লুকিয়ে রেখেছিলেন। সুরক্ষা কর্মীদের জেরায় ওই মহিলা সে কথা স্বীকার করেও নিয়েছেন। এমনকি কন্ডোম ভর্তি কোকেন সে নিজের যৌনাঙ্গ থেকে বের করে সামনে রেখেও দেন। CBP-র আধিকারিক A. Mancha এই ঘটনা প্রসঙ্গে বলেন, ” সুরক্ষাকর্মীরা এই ড্রাগ পাচার রুখতে সক্রিয় ছিলেন। কোনওভাবেই যাতে বর্ডারে ড্রাগ পাচারের ঘটনা না ঘটতে পারে একগুচ্ছ পদক্ষেপ সেজন্য করা হয়েছে।” যদিও ওই মহিলার নাম ও ঠিকানা এখনো অজানাই রয়েছে।

Up teacher arrested for smashing students face with cake

এখানে বলে রাখা দরকার যে এই ড্রাগ পাচার রুখতে প্রতিটা দেশই সচেষ্ট। সুরক্ষাও যথেষ্ট জোরদার রাখা হয়েছে। সম্প্রতি উল্লেখযোগ্য পদক্ষেপ করেছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবত মান পঞ্জাবে ড্রাগ পাচার রুখতে। সম্প্রতি তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে।

Related posts

গর্ভাবস্থায় পায়ে ব্যথা? ওষুধ খেতে হবে না, এই ৫টি ঘরোয়া পদ্ধতিতেই মিলবে আরাম

News Desk

রোনাল্ডোর ইঙ্গিতে একদিনে ৩৩ হাজার কোটি ক্ষতির মুখে কোকাকোলা! কি এমন ঘটল?

News Desk

খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান স্বামীকে! ঘুমের মধ্যেই ইলেকট্রিক শক দেন স্ত্রী

News Desk