Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কমলো করোনার অ্যাকটিভ কেস, যদিও ৫ রাজ্যের সংক্রমণের হার চিন্তায় রাখছে

করোনাকে হার মানিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। প্রতিদিন একটু একটু করে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বিশ্বের একাধিক প্রান্তে যখন নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস, তখন বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডবিধি মেনে চললে এবং সতর্ক থাকলে চতুর্থ ঢেউ এড়াতে পারবে ভারত। তাই মাঝেমধ্যে সংক্রমণ সামান্য বাড়লেও উদ্বেগের কারণ নেই।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৩২৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ২.৮ শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। এদিকে সে রাজ্যে সংক্রমিত ৫৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের নিরিখে বাকি পাঁচ রাজ্য হল যথাক্রমে দিল্লি (৫৩০), মহারাষ্ট্র (৩১১), হরিয়ানা (২৬২) এবং উত্তরপ্রদেশ (১৪৬)। অর্থাৎ মোট সংক্রমিতের ৭৭.৭ শতাংশই এই পাঁচ রাজ্যের। ফলে দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ কোটি ৩১ লক্ষ ৩৪ হাজার ১৪৫।

তবে স্বস্তি দিচ্ছে কমতে থাকা সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৯৯৬। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার আপাতত ০.০৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮।

Related posts

কাকে বানাবে বয়ফ্রেণ্ড? তরুণী টিন্ডার থেকে ডেকে পাঠালেন ৬ জন যুবক কে! তারপর যা হলো…

News Desk

সকালে ঘুম ভাঙতেই গৃহস্থের বাড়ির উঠোনে হরহিম করা দৃশ্য! কি দেখলেন সকলে

News Desk

অলক্ষেই দেহের হাড় গলিয়ে দিচ্ছে করোনা ভাইরাস, কতটা বিপজ্জনক হতে পারে মানুষের জন্য?

News Desk