Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রেকর্ড বাড়লো দৈনিক সংক্রমণ, চিন্তা ধরাচ্ছে উত্তর কোরিয়া

কিছুতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছেনা দেশের করোনা সংক্রমণের গ্রাফ দেখে। আবারও হাজার দুয়েকের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মৃত্যুহারও। যদিও এক্টিভ কেস কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে ।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন গত ২৪ ঘণ্টায়। গত দিনের মতই একটু কম আর বেশি। বর্তমানে দেশে ১৫ হাজার ৪৪ জন করোনার অ্যাকটিভ কেস । যা বেশ কিছুটা কম গতদিনের তুলনায়। আপাতত ০.০৩ শতাংশ দেশে অ্যাকটিভ কেসের হার। রিপোর্ট বলছে, কোরোনায় প্রাণ হারিয়েছেন ২০জন এক দিনেই। গতদিনের তুলনায় যা অনেকটাই বেশিই । দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩২৩ জন।

দৈনিক সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পেলেও সুস্থতার হার কিন্তু কিছুটা হলেও চিন্তা কমাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯২ হাজার ৪৫৫ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৬১৪ জন। ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে ১৯১ কোটি ৯৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন এর মধ্যে ১৫ লক্ষের বেশি। দেশে করোনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫১ হাজার ১৭৯ জন।

ভারতের করোনার অবস্থা তেমন চিন্তায় না রাখলেও উত্তর কোরিয়ার করোনা সংক্রমণ চিন্তা ধরাচ্ছে। দিন ১৫ আগে সেখানে করোনার প্রথম কেসের সন্ধান পাওয়া যায়। আর এরপর থেকেই সন্দেহ বাড়ছে রোগীর উপর। কোরিয়ায় অন্তত ২০ লক্ষ মানুষ এই মুহূর্তে করোনা আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

Related posts

পৃথিবীতে এই সমস্ত স্থানে আজও কঠোর ভাবে প্রবেশ নিষেধ নারীদের!

News Desk

করোনার নতুন রূপের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখে চীন! সাংহাইতে নামাতে হতে পারে সেনা

News Desk

যৌনতার জন্য এই ক্যাফেতে খাবারের সাথে দেওয়া হয় কন্ডোম! কন্ডোম ক্যাফেতে যাবেন নাকি?

News Desk