Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রেম নাকি কামনা? কিসে আপনার আকর্ষণ বেশি? জেনে নিন

কামনার উদ্রেগ প্রেমে যদি না হয় হয় তাহলে তা ভালোবাসায় পরিণত হয় না। বাস্তবে একথা সত্যি বলে প্রমাণ হয়েছে হাজার হাজার বছর ধরেই । শুধু তাই নয়, শুরু কামনা দিয়ে হলেও পরে তা ভালোবাসায় পরিণত হয়েছে এমনও দেখা গেছে ।

প্রেম নাকি কামনা? কিসে আপনার আকর্ষণ বেশি? জেনে নিন

অন্য কারও সঙ্গে শরীরি খেলায় মেতে ওঠার লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে বিশ্বজুড়ে ভালোবাসার মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকা সত্ত্বেও । সে শুধুই শরীরের সম্পর্ক নাকি । সেখানে কোনও স্থান নেই মনের। আগে স্বীকার করতেন না মানুষ।অনেকেই স্বীকার করে থাকেন এখন হয়তো ।
আজকের প্রজন্ম এক্ষেত্রে আবার আরও এগিয়ে রয়েছে। ওয়েব সিরিজ এবং সিনেমার দৌলতে মানুষের আরও যেন বাইরে প্রকাশ পাচ্ছে মনের লুকোনো ইচ্ছে । আবার হয় উল্টোটাও। হয়তো গল্পের আকারে দেখানো হচ্ছে রুপোলি পর্দায় মানুষের লুকোনো প্রবৃত্তিকেই ।
কিন্তু কীভাবে ভালোবাসা এবং কামনার মধ্যে পার্থক্য বুঝবেন ? মনোবিদরা বলেন এই পার্থক্য অনেকেই বুঝতে পারেন না। ফলে বিপদে পড়েন অনেকসময়ই। কিংবা ভোগেন মনোকষ্টে। শারীরিক ক্ষতির কথা তো আলাদা।

বোঝার উপায়:

  • ভালোবাসায় নিঃস্বার্থ থাকে সবকিছুই। ভালোবাসার মানুষের মনের সম্পর্ক অটুট থাকে সঙ্গে যৌনসম্পর্ক না থাকলেও । কিন্তু একটাই উদ্দেশ্য কামনার ক্ষেত্রে । যৌনতা। এক্ষেত্রে কোনও সম্পর্ক থাকে না মনের। পুরোটাই শরীর সর্বস্ব।

-ভালোবাসার ভৌগলিক দূরত্ব থাকলেও তা সম্পর্কে কোনও প্রভাব ফেলে না। কিন্তু সঙ্গী বদল হয়ে যায় কামনায় দূরত্ব তৈরি হলে ।

  • শুধু কথা বলেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় ভালোবাসার মানুষের সঙ্গে । কিন্তু কামনার সঙ্গীর সঙ্গে শরীর সুখ মিটে গেলেই ।আর কোনও আকর্ষণ থাকে না।
  • কাউকে দেখে ভালো লাগলে যদি শুধুই তার সঙ্গে যৌন সঙ্গমের কথা ভাবেন তাহলে বুঝতে হবে যে আপনি কামনার শিকার।
  • শারীরিক আকর্ষণ বা কামনা সাময়িক। সেই মোহ কেটে যায় নির্দিষ্ট সময় পর। ভালোবাসা দীর্ঘকালীন।
  • মনে কোনোদিন ত্যাগ, সমঝোতা, ধৈর্য্য কিংবা মানসিক আবেগ দেখা দেয় না কামনার মানুষের জন্য। শরীরের সুখ মিটে গেলেই ব্যস্ততা শুরু হযে যায় তার কাছ থেকে পিছু ছাড়াতে।মানুষের কাছে ছুটে চলে যেতে মন চায় ভালোবাসার ।
  • তাঁর পাশে থাকতে মন চায় ভালোবাসার মানুষের প্রয়োজন, দুঃখ, কষ্ট, বিপদ-আপদে । মন খারাপ করে তাঁর জন্য । নিজেকে অসহায় মনে হয় তাঁর মনোযোগ না পেলে।

Related posts

আবার চিন্তায় দেশবাসী, গত একদিনে বাড়লো মৃত্যু সংখ্যা ও অ্যাকটিভ কেসের হার

News Desk

কলকাতার এই পরিবারে আজও হয় কালো রূপের দূর্গার পুজো! এমন কালো রঙের দূর্গামূর্তির কারণ কি?

News Desk

পালিয়ে প্রেমিককে বিয়ের পর বাড়িতে ফোনে বাঁচানোর আর্তি! কি হল নাবালিকার শুনলে শিউরে উঠবেন

News Desk